১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে করোনা সংক্রমণ রোধক ডিভাইস আবিস্কার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মামুন-অর-রশিদ:

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক রেজিস্ট্রার ও বর্তমানে ভোলা জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট ডা. এইচ এম মাসুম বিল্লাহ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহানা পারভীনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধক ডিভাইস।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিকেল প্রকৌশল বিভাগ থেকে ইতিমধ্যে ব্যবহার উপযোগী হিসেবে ছাড়পত্র পেলেও এটি বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিলের (বিএমআরসি) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।

করোনা সংক্রমণ প্রতিরোধী ডিভাইস তৈরি প্রজেক্টের প্রধান পরিদর্শক (পিআই) ডা. এইচ এম মাসুম বিল্লাহ বলেন, ‘লোকাল ইকুইপমেন্ট দিয়ে ডিভাইস তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বিএমআরসি’র অনুমোদন পেলে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। আগামী সোমবার বিএমআরসি সভায় চুড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হতে পারে’।
তিনি আরো বলেন, এই ডিভাইস ব্যবহারের ফলে সংক্রামিত রোগীর শ্বাসপ্রশাস থেকে অন্য কেউ আর সংক্রামিত হবে না। তাছাড়া আক্রান্ত রোগীও এটি ব্যবহার করে জনসমক্ষে ও কর্মস্থলে অন্যকে সংক্রমতি না করেই তার কাজ চালিয়ে যেতে পারবেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহানা পারভীন বলেন, ‘মূলত মানুষের নিঃশ্বাসে মাধ্যমে করোনাভাইরাস বাতাসে ছড়ায় যা পরবর্তীতে সুস্থ ব্যক্তিকে আক্রান্ত করে।’ করোনা প্রতিরোধী এই ডিভাইসের মাধ্যমে আক্রান্ত মানুষের নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড পুরোপুরি করোনাভাইরাস মুক্ত হয়ে পরিবেশে যাবে। এই ডিভাইসের সুবিধা হচ্ছে এটি ব্যবহারের ফলে তার দ্বারা অন্য কেউ সংক্রমিত হওয়ার সুযোগ থাকবে না।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ বরিশাল এর সভাপতি ডা. মোঃ ইসতিয়াক হোসেন বলেন, এটি একটি আশাব্যঞ্জক সংবাদ। তবে এটি কতটা কার্যকর ভুমিকা রাখতে পারবে তা দেখার বিষয়।

সর্বশেষ