১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়া পৌরসভা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের শংকা! কঠোর অবস্থানে পুলিশ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ঃ আসন্ন কলাপাড়া পৌরসভা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের শংকায় মাঠ দখলে রখতে বহিরাগতদের আমদানী করেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এমন অভিযোগ উঠেছে। বিগত নির্বাচনগুলোতে নৌকার লাগাতার পরাজয় হওয়ায় এবার জয় পেতে মারিয়া আওয়ামী লীগ। তাই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীকে মাঠ থেকে বিতারিত করতে জেলা ও বিভিন্ন উপজেলার অওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতা-কর্মীরা সক্রিয় অবস্থানে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামীলীগের একাধীক নেতা-কর্মী জানান, নৌকার প্রচারনা চালাতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে অনেক নেতাকর্মীদের নিয়ে আসা হয়েছে। যারা পৌর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করে দিনভর মেটরসাইকেলে মহড়া দিচ্ছেন। এতে উৎকন্ঠায় ভুগছেন সাধারন ভোটাররা। নাম প্রকাশ না করার শর্তে সাধারন ভোটাররা জানান, সাধারন মানুষ নৌকার প্রার্থী ও বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের কাছ থেকে নাগরিক সুবিধা পেতে নানা ভোগান্তির শিকার হওয়ায় তিনি অনেকটা জনবিচ্ছিন্ন। বিষয়টি বুঝতে পেরে বহিরাগতদের দিয়ে মাঠ গরম করা হচ্ছে। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীকে হটাতে ও ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করতে দফায় দফায় প্রতিদ্বন্দী প্রার্থীদের সমর্থকদের উপর হামলা হালানো হচ্ছে। বেশ কিছু এলাকায় ভোটারদের হুমকি দেয়া হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ নির্বাচন হলে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে তারা ভূল করবেন না। সরেজমিন পরিদর্শনে দেখাযায়, কলাপাড়া পৌর শহরের হোটেল জিদান, হোটের রুবান সহ বিভিন্ন আবাসিক হোটেলে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছ সেবক লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। কলাপাড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২৮৯১ জন হলেও এখন মহওে ১৫ হাজারেরও বেশী মানুষ অবস্থান করছেন। স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) দিদার উদ্দিন মাসুম ব্যাপারী অভিযোগ করেন, কলাপাড়া পৌরসভায় ভোটারের চেয়ে বহিরাগতের সংখ্যা বেশি। বহিরাগতদের আনা গোনা মহড়ায় নৌকা প্রার্থী ছাড়া অপর সব প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটারও আতংকিত ও শংকিত। সুষ্ঠু ভোট গ্রহণের কোন পরিবেশ কলাপাড়ায় এখন পর্যন্ত নাই। তিনি জানান, মঙ্গলবার দুপুরেও মুখে মাস্ক পড়া একদল অচেনা ও অপরিচিত যুবকরা তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে শাসিয়ে গেছে অকথ্য ভাষায় গালাগাল করছে। শহরে বহিরাগতদের মোটরসাইকেল মহড়া অব্যাহত রয়েছে। মাসুম ব্যপারী আরো জানান, নৌকা প্রার্থীর পক্ষে কিশোর গ্যং ও সন্ত্রাসীরা যেসব কর্মকান্ড ঘটাচ্ছে তাতে দল ও মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে যার প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পরবে। তিনি বলেন, ভোট দেয়া মানুষের অধিকার। সেই অধিকার থেকে যদি মানুষকে বঞ্চিত করা হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিনাঞ্চলে যত উন্নয়ন করছে তা সব ধুলিস্সাৎ হয়ে যাবে। সাধারণ মানুষ আওয়ামীলীগ থেকে মুখ ফিরিয়ে নিবেন। রিটার্নিং অফিসার মোঃ জিয়াউর রহমান খলিফা জানান, ইতিমধ্যে লিখিত অভিযোগ পেয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রার্থীদের নিয়ে বৈঠকের আয়োজন করা হচ্ছে। এছাড়া নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রনে যে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে তাদের তৎপরতা বৃদ্ধির জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ