২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কলাপাড়ায় আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইমন আল আহসানর কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নদী দিবস উপলক্ষে আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায় কলাপাড়া পৌরসভার হেলিপ্যাড মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদী তীরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া শাখা ও পাখিমারা পানি জাদুঘর এ কর্মসূচীর আয়োজন করে।
এ মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপকূলীয় জনকল্যাণ সংঘের সভাপতি জয়নাল আবেদীন, প্রভাষক কৃষিবিদ বিধান চন্দ্র সাহা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কলাপাড়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক শাহাদৎ হোসেন বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ কর্মী মেজবাহউদ্দিন মাননু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংবাদিক অমল মুখার্জী, মিলন কর্মকার রাজু, গৌতম চন্দ্র হাওলাদার, রাসেল মোল্লা, ছগির হোসেন, ইমন আল আহসান ও আলমগীর সিকদার প্রমুখ। বক্তারা ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীকে দখল-দূষণ মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও ভরাট রোধে খননের দাবি জানান।

সর্বশেষ