১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় আব্বাস হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালীতে শামীম বাহিনীর হাত থেকে রক্ষা পেতে এবং আব্বাস হত্যা মামলার সকল আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারে বাদীতে পটুয়াখালী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ মহাসড়কের পাশে মানাববন্ধন কর্মসূচী পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। ২৭ সেপ্টেম্বর রবিবার বেলা ১২টায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নিহত আব্বাসের মা সূর্য বেগম, স্ত্রী ফাতেমা বেগম, মেয়ে রেশমা, মামা দেলোয়ার ও রশিদ খলিফা। এসময় মানববন্ধন কর্মসূচীতে এলাকার ২শতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ৫নং নীল গঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামে মামা শুশুর বাড়ী বেড়াতে এসে মোঃ আব্বাস হাওলাদার (৫৫) গত ২৭.৯.১৯ ইং তারিখ জমিজমা বিরোধ নিয়ে সন্ত্রাসী শামীম বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন। দীর্ঘ এক বছরেও সুবিচার পায়নি নিহতের পরিবার। এদিকে সন্ত্রাসী শামীম বাহিনী মামালা তুলে নিতে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করছে বাদী সহ তার পরিবারকে। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা আব্বাস হত্যার সকল আসামীদের দ্রুত বিচার দাবী করে বলেন এরা এলার ত্রাস, এরা এরপূর্বেও অনেক মানুষ খুন করেছে। অন্যের সম্পত্তি লুট ও খুন এদের পেশা ও নেশা।
উল্লেখ্য, আব্বার হত্যায় তার স্ত্রী মোসাঃ ফাতেমা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় ৩০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৯, তারিখঃ২৭.৯.১৯ইং। যার জি.আর মামলা নং-৪৩৫/১৯। মামলার ১-৪ নং আসামী মোঃ শামীম খলিফা (৪০), মোঃ শামসুল হক গাজী (৪৫), মোঃ মাহফুজ (৪০) ও নয়ন খলিফা (৩৫) গ্রেফতার হলেও ক্ষমতাও টাকা পয়সার জোরে জামিনে মুক্তি পেয়ে অন্যান্য আসামীদের নিয়ে বাদীকে মামলা তুলে নিতে হুমকি সহ বাদীর মামা বাড়ীর অনেকের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

সর্বশেষ