১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কলাপাড়ায় খাল উন্মক্তের দাবীতে ইউএনও’র তাৎক্ষনিক পদক্ষেপ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় খাল উন্মুক্ত করে সর্বসাধারনকে ব্যবহার করতে দেয়ার দাবীতে মানববন্ধন হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেল ৩ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামের উড়িয়া ও ধুলাহার খালের পাড়ে কয়েকশ গ্রামবাসী এ মানববন্ধন করেন। এসময় স্থানীয় কৃষক লুঙ্গী জাকির, সুলতান গাজী, কামাল আকন, মতলেব মোল্লা ও জানিব মুন্সি বক্তব্য রাখেন। একটি স্বার্থান্বেষী মহল বিগত কয়েক বছর ধরে এ খালটি ভোগদখল করছে। ওই মহলটি চাকামইয়া কাঠাল পাড়া মৎস্যজীবী সমবায় সমিতি’র নামে মাত্র ৩৮ একর ইজা এনে প্রায় ২’শ একর খাল ভোগদখল করছে। খালের বিভিন্ন প্রান্তে জাল দিয়ে আটকে রাখছে। এতে স্থানীয়রা কৃষিকাজের সেচের পানিসহ বিভিন্নভাবে হয়রানীর শিকার হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন। এদিকে, মানববন্ধনের সংবাদ পেয়ে ততক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন কলাপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। পরে ওই খালের বিভিন্ন অংশ থেকে ২ হাজার চায়না ও কারেন্ট জাল জব্দ করে তা পুরিয়ে ফেলে। পাশাপাশি অবৈধভাবে যারা খাল আটকে বাঁধ দিয়ে যাতায়তের রাস্তা করেছে তাদের সেই বাঁধ কাঁটার জন্য সময় নির্ধারন করে দেন। তবে, ওই খালটি ইজা নেয়ার চলমান সময় বলবৎ থাকায় বাড়তি খাল ভোগদখল না করার জন্য ইজারাদারদের হুঁশিয়ার করে আসেন। আর পরবর্তীতে এ খালটি ইজা না দিয়ে সর্বসাধারনের ব্যবহারে উন্মক্ত রাখা হবে বলে স্থানীয়দের আশ্বস্ত করেন তিনি।

সর্বশেষ