১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় দেখা মিলল বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউ ডগা সাপের

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর কলাপাড়ায় দেখা মিলেছে মৃদু বিষধর বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউ ডগা সাপের। এটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। শনিবার (৩০ মার্চ) দুপুর ১টায় বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া চৌকিদার বাড়ি সংলগ্ন সড়কের ওপর আহত অবস্থায় সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় ও পথচারীরা মিলে উদ্ধার করে বালিয়াতলী বনে অবমুক্ত করেন।

আহেতুলা ও নাসুটা প্রজাতির মাথা চ্যাপ্টা লম্বা আকৃতির গাঢ় সবুজ বর্ণের এসব সাপের সচরাচর দেখা মেলে না বলে জানান স্থানীয়রা। সাপটি সড়ক পার হতে গিয়ে যানবাহনের চাকার নিচে চাপা পড়ে আহত হয়েছে বলে তাদের ধারণা।

পথচারী শফিক হাওলাদার বলেন, ‌অন্তত ২০ বছর আগে এ প্রজাতির সাপ দেখেছি। আর আজ কলাপাড়া থেকে বালিয়াতলী হয়ে কুয়াকাটা যাওয়ার পথে আবার দেখলাম। এসব সাপ প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের সমান জায়গা উড়ে যেতে পারে। তবে এগুলো কতটা বিষধর, তা বলতে পারছি না।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, এসব সাপ প্রায় বিলুপ্ত। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছনোর আগে সাপটি স্থানীয়রা অবমুক্ত করেন।

বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ প্রকল্পের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, এদের প্রধান খাবার পোকামাকড়। এসব সাপ লাউগাছসহ বিভিন্ন সবুজ গাছের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ধ্বংস করে।

সর্বশেষ