১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক সংগঠন ‘নাগরিক উদ্যোগ’-এর আয়োজনে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহারী পট্টিতে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের আহ্বায়ক নাসির তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক জিসান হায়দার আলমগীর, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক অমল কর্মকার, কলাপাড়া পৌর শহরের ব্যবসায়ী নেতা সৈয়দ মো. রাসেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা কলাপাড়ায় বিদ্যুতের নানা অনিয়মের প্রতিবাদ জানিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানান। তাঁরা বলেন, তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কলাপাড়ার মানুষ তাঁদের বাড়িঘর, মসজিদ-মন্দির, গোরস্তান সবকিছু দিয়ে বাস্তুহারা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কলাপাড়ার ধানখালী ইউনিয়নে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি কলাপাড়াবাসীকে দিয়ে অন্যত্র বিতরণ করতে হবে। বিদ্যুৎ-সংকটের চলমান পরিস্থিতির উন্নতি না হলে মানববন্ধন থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও জানানো হয়েছে।

সর্বশেষ