৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরিশালের সুইমিংপুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ,ডক্টর ,আ ন ... অবশেষে ভোলায় স্বস্তির বৃষ্টি পিরোজপুরে নামল স্বস্তির বৃষ্টি প্রবাসে স্বামীদের জিম্মি করে দেশে স্ত্রীদের ধর্ষণ করেন পাথরঘাটার মামুন! আমতলীতে কুরিয়ার সার্ভিসে ৮ কেজি গাঁজা, দেবর-ভাবি গ্রেপ্তার বাউফল উপজেলা নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ আমি চেয়ারম্যান হতে নয়, এসেছি জনগণের সেবা করতে : খান মামুন আগৈলঝাড়ায় দুধ দিয়ে গোলস করে দল ত্যাগ করলেন বিএনপি নেতা বরিশালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

কলাপাড়ায় ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কলাপাড়া প্রতিনিধি।।

বাকির বকেয়া টাকা চাওয়ার অপরাধে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা করে মালামাল ভাংচুর করে দােকানে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছ কিশাের গ্যাংয়ের ৮-১০ সদস্য। পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছ।

এ ঘটনায় দােকান মালিক হামিদুর রহমান রবিবার (১৮ ফেব্রুয়ারি) কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতে ইউসুফ হাওলাদার, আল আমিন হাওলাদার ও রাকিব হাওলাদারের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযােগ দায়ের করেছেন।

অভিযােগে বলা হয়েছে, আসামীরা তার দোকানে বিভিন সময় চা-সিগারট খেয়ে সাড়ে চার হাজার টাকা বকেয়া রাখে। এ বকেয়া টাকা চাওয়ার তার উপন ক্ষিপ্ত হয় এবং ব্যবসা করতে হলে এক লাখ টাকা চাঁদা দাবি কর। এ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গত ১৬ ফেব্রুয়ারি রাতে হামিদুরের দােকানে সশস্ত্র হামলা করে বিভিন মালামাল ভাংচুর করে দােকানের ক্যাশে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় বাজারের অন্য ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে চলে যায়।

ব্যবসায়ী হামিদুর রহমানের দাবি, তার ক্ষুদ্র ব্যবসা। প্রতিদিনই তারা দােকান এসে খেয়ে টাকা না দিয়ে চলে যায়। এখন তার দােকান ভাংচুর করে পূঁজির টাকা পর্যন্ত লুট করে নেয়। তিনি বলেন, কিশাের গ্যাং গ্রুপের সদস্য হওয়ায় এখন তাকে প্রতিনিয়ত হুমকি দেয়া হছে। তাই বাধ্য হয় আদালতের শরণাপন্ন হয়েছেন বিচারের আশায়। বর্তমান এ ঘটনায় আবার হামলার আশংকায় এখন পরিবার নিয়ে দূশ্চিন্তায় রয়েছেন বলে হামিদুর রহমান জানান। এ ঘটনায় তিনি প্রশাসনের সহায়তা কামনা করছেন।

সর্বশেষ