১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় ভাইয়ের দোকানে তালা ঝালাই করে বন্ধ করে দিয়েছে আরেক ভাই \

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ কলাপাড়ার পাখিমারা বাজারে শরীফ ফার্মা এন্ড ডেন্টিস্ট ঔষধের দোকানে ৭ লক্ষ টাকার মালামাল সহ তালা ও সাটারে ঝালাই করে বন্ধ করে দিয়েছে আপন ভাই ও ভাতিজা। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। উক্ত অভিযোগে বাদী ইউসুফ শরীফ জানান, ভাই ভাতিজার সাথে দির্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আমার স্ত্রী অসুস্থ থাকায় তাকে নিয়ে ঢাকায় অবস্থান করি। ১৩ জানুয়ারী রাত সাড়ে ৮ টার দিকে বিবাদি গন এক জোট হয়ে পাখিমারা বাজারস্থ আমার শরীফ ফার্মা এন্ড ডেন্টিস্ট ঔষধের দোকানে হামলা চালিয়ে আমাকে মারধর করে ও আমার অনুপুস্থিতিথে বেআইনি ভাবে দোকানের তালাও সাটারে ঝালাই করে বন্ধ করেদেয়। এব্যাপারে পাখিমারা বাজার কমিটির সভাপতি আঃ রাজ্জাক সরদার জানান, বাদী বিবাদীর মা আমাকে জানান, ঐ দোকান নিয়ে ছেলে মেয়েদের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান জানান, দোকানটি আমার দোকান ভাড়া বাবদ টাকা পাবো টাকা না দেয়ার কারনে তালা লাগিয়ে ঝালাই করে দিয়েছি।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনী ব্যাবস্থা গ্রহন করব।
##
ইমন আল আহসান
কলাপাড়া প্রতিনিধি
০২.০৩.২০২১

সর্বশেষ