১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-১

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় রাতের আধারে ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাসেল মাহমুদ (২৮) গুরুত্বর জখম ও আহত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় মাহাবুব গাজী তার লোকজন নিয়ে জোরপূর্বক ওই ঘেরে মাছ ধরতে যায়। আহত রাসেল মাহমুদ এতে বাধা দিতে গেলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুঁপিয়ে মারাত্মক জখম করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে বরিশাল হাসপাতালে প্রেরন করা হয়। আহত রাসেল ওই গ্রামের আবুল কালামের ছেলে।

আহতের পিতা আবুল কালাম জানান, ওই জমিতে দীর্ঘবছর ধরে ঘের করে মাছ চাষাবাদ ও ভোগদখল করে আসছি। কয়েকদিন ধরে ঘেরের মাছ চুরির ঘটনা ঘটছিলো। ঘটনার সময় আমার ছেলে ঘের পাহারার জন্য গেলে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। এসময় দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে গুরুত্বর জখম ও রক্তাক্ত করা হয়। গুরুত্বর আহত অবস্থায় প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে ভর্তী করা হয়েছে।

অভিযুক্ত মাহবুব গাজী জানান, এ ঘটনার সাথে আমার কোন সম্প্রীক্ততা নেই। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ