২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে ‘সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাধ দখলের মহোৎসব উজিরপুরে মাদকসহ জেলা ডিবি'র খাচায় ১ মাদক কারবারী আটক রাজাপুরে নিখোজ ভ্যান চালকের লাশ ভাসছিলো নদীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মা ও ভাইকে মারধরের অভিযোগ।। আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন। পিরোজপুরে হিন্দু মেয়েকে বিয়ে দিয়ে শুভেচ্ছায় ভাসছেন মুসলিম দম্পতি ফেক আইডির প্রেমের টানে তালতলীতে এসে প্রতারিত আখাউড়ার যুবক দুমকিতে এজেন্ট ব্যাংকিংয়ের কোটি টাকা লোপাট, স্বামী-স্ত্রী গ্রেফতার বানারীপাড়ায় সিএনজি দূর্ঘটনায় চালক নিহত: ৫ যাত্রী আহত সদর উপজেলার প্রতিটি মানুষ আমার কাছে সমান : এসএম জাকির

কলাপাড়ায় সক্রিয় বহিরাগত ও কিশোর গ্যাং : ভোটের আগেই মাঠ দখলের চেষ্টা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ সম্প্রতি অনৃুষ্ঠিত কুয়াকাটা পৌরসভা নির্বাচনসহ বিগত বেশ কয়েকটি নির্বাচনে নৌকা প্রতিকের পরাজয় হওয়ায় কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিজয় পেতে মরিয়া হয়ে উঠেছে উপজেলা আওয়ামীলীগের একাংশের নেতা-কর্মীরা। আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থীসহ বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীকে ঠেকাতে নানা সহিংসতামূলক কর্মকান্ডের আশ্রয় নিয়ে মাঠ দখলে রাখার চেষ্টা চালাচ্ছেন তারা। এতে আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে শংশয় রয়েছে সাধারন ভোটারদের মনে। এদিকে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থক কর্তৃক সৃস্ট অরাজকতা এবং আচরনবিধি লঙ্ঘনের বিরুদ্ধে বারবার অভিযোগ দেয়া সত্তে¡ও নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন তৎপরতা না থাকায় শেষ পর্যন্ত নির্বাচনের সুষ্ঠ পরিবেশ থাকবে কিনা তা নিয়ে শঙ্কিত প্রতিদ্বন্দী প্রার্থীরা। জন সাধারনের ভোটাধিকার রক্ষায় তাই আসন্ন ১৪ ফেব্রæয়ারীর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি সশ্লিষ্টদের।
৫ ফেব্রæয়ারি শুক্রবার বিকেলে শুভ মেডিকেল হল, ওয়াপদা মূল সড়ক, ৬ নং ওয়ার্ড, কলাপাড়া পৌরসভা এর সামনে স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুমের জগ প্রতিকের প্রচারণা চালাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করার সময় তার স্ত্রী হাছিনা আক্তার আহমেদ এবং পরিবারের আরও ৪ সদস্যের টিমকে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের রাকিবুল ইসলাম রাকিবসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন মিলে প্রকাশ্য দিবালোকে অকথ্য ভাষায় গালি দেয়, হাত পা কেটে দিয়ে পঙ্গু করে ফেলার হুমকি প্রদান করে। সে সময় তাদের কাছে থাকা লিফলেট, স্টিকার ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেয় এবং প্রার্থীর স্ত্রীর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ ঘটনায় রাতে পৌর শহরের উকিল পট্টি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সামনে অভিযোগ করেন, তার পরিবারসহ অন্যান্য সকল কর্মীরা অঙ্গহানীসহ প্রাণ সংহারের চিন্তায় ভীষণ রকম উৎকন্ঠায় ভুগছে। কলাপাড়া পৌরবাসীর মধ্যে নির্বাচনী পরিবেশ নিয়ে ভীষণ আতঙ্ক বিরাজ করছে। কলাপাড়া পৌরসভা নির্বাচন সুষ্ঠূ ও নিরপেক্ষ ভাবে সম্পাদনের লক্ষ্যে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের পক্ষে নির্বাচনী আচরণবিধি লংঘনের জরুরি প্রতিকার তথা তার পক্ষের সকল রকম সন্ত্রাসী কার্যক্রম নিরসনে প্রয়োজনীয় আইনি ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণর দাবি জানান। তিনি আরো অভিযোগ করেন, প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষ হবার আগ মুহুর্ত পর্যন্ত নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার জন্য সংসদ সদস্য, জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করে চাপ প্রয়োগ করা হয়। পরে তাকে নির্বাচনের মাঠ থেকে বসাতে না পেরে ২৬ জানুয়ারি রাতে তার সমর্থক রাকিবুল ইসলাম দীপ্ত (২২)কে হত্যার চেষ্টায় কুপিয়ে গুরুতর জখম করে আওয়ামী লীগ প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের সমর্থক শহর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান শুভ ও তার সহযোগী আলিফ মাহমুদসহ তাদের সঙ্গীরা। ঐ রাতেই কোন আনুষ্ঠানিক বৈঠক ছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মাহবুবুর রহমান, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শহিদুল আলম ও সম্পাদক আবুল কালাম’র বরাত দিয়ে কলাপাড়া পৌরশহরে মাইকিং করে তাকে দল থেকে বহিস্কারের ঘোষনা প্রচার করা হয়। মিটিং ছাড়াই রাতের আধারে মাইকিং করে দল থেকে বহিস্কারের ঘোষনা দেয়ায় সাধারণ নেতাকর্মীরা অনেকটা দ্বিধাদন্দে রয়েছে। এছাড়া গত ২৮ জানুয়ারি শব্দ যন্ত্রর মাধ্যমে জগ প্রতীকের প্রচার কার্যে ব্যবহৃত ২বার মেমরি কার্ড খুলে নিয়ে ভেঙ্গে ফেলে ও প্রাণনাশের হুমকি দেয়া, গত ২৯ জানুয়ারি টাঙ্গানো পোস্টার ছিড়ে রাস্তায় ছুড়ে ফেলে দেয়া, গত ৩০ জানুয়ারি বেলা ১১ টার সময় কলোনী মসজিদ, একুশে সড়ক, বাদুরতলী, ৯ নম্বর ওর্য়াড এলাকায় তার মহিলা আত্মীয়-স্বজন নির্বাচনী ক্যাম্পাইনের কাজে ভোটারদরে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা শুরু করার পরপরই নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের অন্যতম মো: মাসুম প্যাদা, মো: নাসির প্যাদা, মো: জাহিদ মীরা, মো: হাবিবসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন মিলে ব্যাপক ভাবে আজেবাজে কথা বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে, হাত পা ভেঙ্গে দেয়া এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে এলাকা থেকে বের করে দেয়া, গত ৩ ফেব্রæয়ারি থেকে বিপুল সংখক বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে প্রতিদিনই মোটরসাইকেল সহযোগে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন রাস্তায় মহড়া করে বেড়ানো। এমনকি তাকেও প্রচারনায় বাধা প্রদানসহ গালিগালাজ করা হয়েছে। এহেন পরিস্থিতিতে মা বোনদের উপর এমন সন্ত্রাসী আক্রমণে তার প্রচার কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে আর তার সাথে পুরো পৌরবাসীর মাঝে ভীষণ আতঙ্ক বিরাজ করছে। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যার লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এদিকে শুক্রবার রাতে একটি ঝটিকা মিছিল বের করে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের সভাপতি আক্কাস গাজীকে বেদম মারধর করে নৌকা সমর্থিত ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে বাসায় পৌঁছে দেয়। এর আগে বৃহস্পতিবার রাতে শহরের সবুজ বাগ এলাকায় তার বাসায় হামলা করে ভাংচুর চালায় নৌকা প্রতিকের সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের ৭ নং ওয়ার্ডের মাদ্রাসা মাঠে সন্ত্রাসী হামলায় পন্ড হয়ে যায় বিএনপি মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবিরের নির্ধারিত উঠান বৈঠক। বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুই শতাধিক সশস্ত্র সন্ত্রাসী পুলিশি বাঁধা উপেক্ষা করে উঠান বৈঠক বানচাল করার জন্য ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর সশস্ত্র হামলা চালিয়ে সভা পন্ড করে দেয়। এ সময় কলাপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক সিকদার জুয়েল ইকবালসহ ৮-১০ জন বিএনপি সমর্থক নেতা-কর্মী আহত হয়েছে।
বিএনপি মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবির জানান, হামলাকারীরা আগামী ১৪ ফেব্রæয়ারি কলাপাড়া পৌরসভা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাসহ পৌর এলাকায় শান্তি-শৃঙ্খলার ব্যপক অবনতি করবে বলে ঘোষণা দিয়েছে। তা ছাড়া বাকী দিনগুলোতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা করতে দেবেনা বলে হুমকিও দিয়েছে। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ এবং সাধারণ মানুষ যাতে ভোটের দিন তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে পদক্ষেপ নিতে প্রশাসনসহ নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি।
তবে এসব অভিযোগ অস্বিকার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার সাংবাদিকদের জানান, জনবিচ্ছিন্ন হওয়ার কারনে প্রতিদ্বদ্বী প্রার্থীরা এসব গুঞ্জন ছড়াচ্ছে। সমর্থকদের উত্তেজনায় দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে যার জন্য দল বা আমি দায়ী নই।
এদিকে, এ ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়লে ভোটারদের মধ্যে আতংক দেখা দিয়েছে। তবে দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারীর কর্মী সমর্থক সহ তিনি নিজেও সহনশীলতার পরিচয় দেয়ায় তাঁর জন-সমর্থন কয়েকগুন বেড়ে গেছে বলে সাধারন ভোটারদের মন্তব্য।কলাপাড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা জানান, সুষ্ঠু নির্বাচন পরিচালনার স্বার্থে অভিযোগের ভিত্তিতে ব্যাবস্থা গ্রহনের জন্য অইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। তার দাবী, ১ ফেব্রæয়ারীর নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের জন্য যা যা পদকে।ষপ নেয়া দরকার তা গ্রহন করা হবে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, প্রাপ্য অভিযোগের বিষয়গুলো তদন্ত চলমান রয়েছে। এব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ