১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কলাপাড়ায় সুষ্ঠু ভোট নিয়ে ভোটারদের আতংক!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি, ঃ পটুয়াখালীর কলাপাড়ায় সুষ্ঠু পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি-না তা নিয়ে পৌরবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। ইতিমধ্যে ঘটে যাওয়া জগ প্রতীকের এক সমর্থককে কুপিয়ে জখম,তাদের প্রচারাভিযানে বাঁধা দেয়া এমনকি জগ প্রতীকের প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারীকে প্রকাশ্যে গালাগাল করায় এ আতংক বেড়ে গেছে। এ ঘটনায় দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারী নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারকে দায়ী করে রিটানিং অফিসার’র কাছে লিখিত অভিযোগ দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এর অনুলিপি প্রদান করেছেন।

এদিকে, এ ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়লে ভোটারদের মধ্যে আতংক দেখা দিয়েছে। তবে দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারীর কর্মী সমর্থক সহ তিনি নিজেও সহনশীলতার পরিচয় দেয়ায় তাঁর জন-সমর্থন কয়েকগুন বেড়ে গেছে বলে সাধারন ভোটারদের মন্তব্যে।
অপরদিকে, স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন মাসুম বেপারী বন্দর ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে যখন-তখন এগিয়ে আসায় তারাও একাট্রা জগ প্রতীকের পক্ষে। তাকে তারা আস্থার প্রতীক বলে মনে করেন।

এদিকে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ স্মরন করছেন দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারী সহ তার পরিবারের সহানুভ‚তির কথা। বিগতদিনে সম্প্রদায়গত কোন বিভেদ তারাই মোকাবেলা করেছে। যাতে কারোর কোন ক্ষতি না হয়। এছাড়া বিভিন্ন সময় তাদের দান -ধ্যান মানুষ শ্রদ্ধা ভরেই স্মরন করছে। সে হিসেবে মানুষ এবার দিদার উদ্দিন মাসুমের প্রতি আস্থা রেখে তাকেই মেয়র হিসেবে পেতে চায় বলে এলাকার ভোটাররা জানিয়েছেন।

এ নির্বাচনে মেয়র পদে ৪ জন , কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভায় ১৪ ফেব্রæয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে।

সর্বশেষ