১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় ইউএনও সরকারি খাল দখল মুক্ত করেন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

 

ইমন আল আহসান.কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি \ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাচজুনিয়ায় স্থানীয় প্রভাবসালী মহল দীর্ঘ ২৫ বছর ধরে সরকারি খালে বাঁধ দিয়ে ঘের তৈরি করায় কৃষকের তিন ফসলী জমিতে পানি নিস্কাশনে ব্যাহত হয়। ঘেরের বিষয়টি নিয়ে একাধীক ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় নিউজ হওয়ায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। ২৬ জুলাই সোমবার সকালে পাচজুনিয়া ৩.৫ কিমি খালে ১৬ টি অবৈধ বাধের মধ্যে ১০ টি বাধ কেটে খালটি উন্মুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহিদুল হক। এববিষয়ে কলাপাড়া নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহিদুল হক জানান, পাচজুনিয়ার যে ঘের গুলি করেছে তার ১০ টি বাঁধ কেটে দিয়েছি । বৈরী আবহাওয়ার কারনে বাকি বাধ গুলো আগামি কাল কেটে দেওয়া হবে। খালগুলি দখল মুক্ত করায় স্থানীয় কৃষদের মাঝে সস্তি ফিরে পেয়েছে।

সর্বশেষ