১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়া উপজেলাকে জেলায় রূপান্তরের দাবিতে মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইমন আল আহসান. কলাপাড়া প্রতিনিধি– কলাপাড়া উপজেলাকে জেলায় রূপান্তরের দাবিতে মঙ্গলবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ অধ্যক্ষ মহিবুবুর রহমান এমপি। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, ঢাকাস্থ কলাপাড়া সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবীর, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, রাঙ্গাবালী প্রেসক্লাবের জোবায়ের হোসেন, খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, এমবি কলেজের অধ্যক্ষ শহীদুল আলম, নেছারুদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন, মঙ্গল সুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: রহিম, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আইনজীবি কল্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান চুন্নু, চেয়ারম্যান ফোরামের সভাপতি বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আকতার রেখা, আওয়ামী লীগ নেতা সৈয়দ নসির উদিন, ড. শহিদুল ইসলাম বিশ্বাস, কুয়াকাটার সাবেক মেয়র আ: বারেক মোল্লা, আ: মালেক আকন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: শামসুজ্জামান মামুন প্রমূখ। মানববন্ধন ও সমাবেশে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক কলাপাড়া উপজেলা,কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব, অদম্য ৯৭, সুহৃদ ৯৮,গৌরবোজ্জ্বল ৯৯, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ সর্ব স্তরের হাজার হাজার মানুষ প্রেসক্লাবের সামনে সমাবেত হয়। সমাবেশ শেষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে স্বারক লিপি দেয়া হয়।
##♦

সর্বশেষ