১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঁচা রাস্তা পাঁকা করনের দাবিতে দশমিনায় মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।।
পটুয়াখালীর দশমিনায় কাঁচারাস্তা পাঁকা করনের দাবিতে মানববন্ধন করেছে ১১৪ নম্বর নিজাবাদ গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ এলাবাসী। শনিবার সকাল সাড়ে ১০টায় টিটিসি কলেজ সংলগ্ন দশমিনা-ঢাকা মহা সড়কে প্রায় ঘন্টাব্যাপী দু’শতাধিক মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকাবাসীর পক্ষে দশমিনা সদর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হানিফ হোসেন, বেতাগী সানকিপুর ইউনিয়নের ইউপি সদস্য আফজাল হোসেন ও ওবায়দুল আলম এবং ১১৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সুমাইয়া আক্তার, মহিবুল সুমন ও শান্তসহ আরো অনেকে।
বক্তব্যে বলেন, টিটিসি কলেজ হয়ে পশ্চিমে পঞ্চায়েত বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে ৩কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে অবহেলীত অবস্থায় রয়েছে। এ রাস্তা দিয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাসহ এলাকার মানুষ কষ্ট করে চলাচল করতে হয়। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসীর দাবী রাস্তাটি পাঁকা করনের।

সর্বশেষ