২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঁঠালিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির কাঁঠালিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৯ মে) রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পূর্ব পাটিখালঘাটা গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ আলী খানের বাড়ি দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলীর খানের পরিত্যক্ত একটি কাঠের ঘরে অগ্নিকাণ্ড সংঘঠিত হয়। কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মুহূর্তের মধ্যে দেড় শত বছরের পুরনো ৫ লক্ষাধিক টাকার মূল্যের কাঠের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

মুক্তিযোদ্ধা আমজেদ আলী খানের ছেলে মো. মাহফুজ খান জানান, আগামী ২৯ মে কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ আগুন সংঘটিত হয়। বর্তমানে কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা চলছে। আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদারের কর্মী।

তিনি আরও বলেন, আমাদের ধারণা কিবরিয়া সিকদারের প্রতিপক্ষ প্রার্থীদের কর্মী সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। তবে কোন প্রার্থীর কর্মী সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আগুনে পুড়ে যাওয়া ঘরটিতে আমরা কেউ বসবাস করি না। এটি পারত্যক্ত অবস্থায় ছিল। এর পাশে সেমি পাকা ঘরটিতে আমরা বসবাস করি।

কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ