১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কাউখালীতে কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় ভ্রাম্যমান আদালতের দন্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে এক কলেজ ছাত্রী (১৭) কে উত্যক্ত করায় ভ্রাম্যমান আদালত মো. নজরুল ইসলাম (৩৫) নামের এক যুবকে এক মাসের কারাদন্ড প্রদান করেছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেদা খাতুন রেখার ভ্রাম্যমান আদালত ওই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ওই যুবক উপজেলার আমড়াঝুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে। আর ভুক্তভোগী ওই ছাত্রী উপজেলার কাউখালী মহিলা কলেজ থেকে আসন্ন এইচ এসসি পরীক্ষার্থী ও একই ইউনিয়নে বাড়ি। ওই কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে কলেজ ছাত্রী ওই দিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই কলেজ ছাত্রী কলেজে আসা-যাওয়ার সময় অভিযুক্ত যুবক বিভিন্ন সময় ওই কলেক ছাত্রীকে উত্যক্ত করে। ওই দিন সকালে ওই কলেজ ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরবার সময় স্থানীয় সোনাকুর ঘাট সংলগ্ন স্থানে বসে ওই যুবক তাকে আবারও কু-প্রস্তাব দেয় এবং তাকে হাত ধরে টেনে হিছড়ে নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় ওই কলেজ ছাত্রী ডাক-চিৎকার দিলে ওই যুবক তাকে ছেড়ে দিয়ে চলে যায়। এসময় তাকে দেখিয়ে দেওয়ার হুমকি দেয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা বলেন, ওই কলেজ ছাত্রীর অভিযোগ ও প্রমানের ভিত্তিতে ওই যুবকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

সর্বশেষ