২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী।

জানা গেছে, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের কাঁঠালি খালের আগায় শরিফ বাড়ি সংলগ্ন ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে প্রতিদিন শত শত লোক জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে। এই সাঁকো দিয়ে উত্তর হোগলা, জব্দ কাঠি, রোঙ্গা কাটিসহ ৪/ ৫ গ্রামের লোকজন এই সাঁকো ব্যবহার করে।

এলাকাবাসী নিজাম শরীফ ও হাফিজুর রহমান জানান, প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী এই সাঁকো ব্যবহার করে।

হোগলা গ্রামের মেম্বার কবির হোসেন জানান, ঝুঁকিপূর্ণ সাঁকোটি দিয়ে লোক চলাচলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে।

এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ জানান, সাঁকোটি নির্মাণ করার জন্য উপজেলা পরিষদে রেজুলেশন করে পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সর্বশেষ