১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাউখালীতে পূবালী-৭ লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়ায় জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ঢাকাগামী লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ছাড়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

স্থানীয়রা জানান, পূবালী-৭ লঞ্চটি অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মঠবাড়িয়া থেকে ছেড়ে আসে। লঞ্চটি কাউখালী লঞ্চ টার্মিনালে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের সহায়তায় লঞ্চটি আটক করে। পরে লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লঞ্চটিকে ১০ হাজার টাকা জরিমানা করে ও অতিরিক্ত যাত্রী নামিয়ে দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা জানান, দূর্ঘটনা এড়াতে লঞ্চটি থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে জরিমানা করে ঢাকার উদ্দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

সর্বশেষ