২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কাউখালীতে ব্রীজের নির্মান কাজ পুন:রায় শুরুর দাবিতে অবস্থান কর্মসূচী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ব্রীজের কাজ স্থগিত হয়ে যাওয়ার প্রতিবাদে ও সেই কাজ পুন:রায় শুরুর দাবীতে অবস্থান কর্মসূচী পালন করছেন স্থাণীয়রা। শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে কাউখালী উপজেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
উপজেলার এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ের সংলগ্ন নির্মানাধীন ব্রীজের কাছে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু’র সভাপতিত্বে ওই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মনোয়ার হোসেন মিয়া, ছাত্রলীগ নেতা পলাশ সিকদার, ছাত্রনেতা কামরুল খান, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, স্থানীয় ব্যবসায়ী অরবিন্দ সিকদার, প্রমুখ। বক্তারা বলেন জরুরী ভিত্তিতে ব্রীজের কাজ শুরু না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেয়া হবে।
জানা গেছে, গত ২০২০ সালে স্থাণীয় সরকার প্রকৌশলীর (এলজিইডি) উদ্যোগে আইবিআরপি প্রকল্পের আওতায় উপজেলার ডাকবাংলো সড়ক থেকে কাউখালী-স্বরূপকাঠী রাস্তার এস.বি সরকারী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় একটি ব্রীজ নির্মান কাজের দরপত্র আহবান করা হয়। জেলার মঠবাড়িয়া উপজেলার ঐশী এন্টার প্রাইজ নামের একটি নির্মান প্রতিষ্ঠান সর্বোচ্চ দরদাতা হিসাবে ২ কোটি ২১ লাখ ১৭ হাজার ৮৪৩টাকায় কার্যাদেশ পান। ব্রীজটি গত বছরের ৮ জুলাই কাজ শুরু হয় এবং চলতি বছরের আগামী ৮ জুলাই শেষ হবার কথা রয়েছে। কিন্তু সামান্য কিছু কাজ হয়ে সম্প্রতি ব্রীজটির নির্মান কাজ বন্ধ রয়েছে। ফলে স্থাণীয়দের চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোস্তাক আহম্মেদ জানান, ওই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখায় তাকে কাজ চালু করার জন্য চিঠি দেয়া হয়েছে।

সর্বশেষ