১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাউখালীতে রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে রাস্তা সংস্কার করার দাবীতে মানববন্ধন করেছেন স্হানীয় জনসাধারণ। উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাঠী বেইলি ব্রিজ সংলগ্ন কাউখালী সুপারি পট্টি উজিয়ালখান-দাসেরকাঠী সড়কে বুধবার সকালে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সকাল ১১টায় স্হানীয়দের উদ্যোগে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধনে বক্তব্য রাখেন,সমাজ সেবক আব্দুল লতিফখসর, সদস্য মোঃ রুবেল রিয়াজী, শিক্ষক আশুতোষ মিস্ত্রী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার ঘোষ, সোহরাফ হাওলাদার, মিলন শরীফ,শ্রমিক ইউনিয়নের সভাপতি মহীদুল প্রমূখ। বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা উত্তর বাজারের সুপারি পট্টি থেকে উজিয়ালখান হয়ে দাসেরকাঠী পর্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ বছর পর্যন্ত ঝুকিপূর্ণ অবস্হায় রয়েছে। স্হানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ২ বছর আগে এডিবি প্রকল্পের আওতায় কয়েক লক্ষ টাকা বরাদ্দ দেয়া হলেও নামে মাত্র সংস্কার করা হয়েছিল, যা কয়েকদিন পরে অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এছাড়া গত অর্থবছরে এডিপি থেকে আবারো কয়েক ৬ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হলে ওই টাকা থেকে পুরান রাস্তার সি সি ঢালাই ভেঙ্গে কিছু অংশে বালু খোয়া ফেলে রাখা হয় বলেও অভিযোগ করেন।
বর্তমানে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল ও গর্ত হয়ে যাওয়ায় কোনো গাড়ি,রিক্সা- ভ্যান এমনকি পায়ে হেটে চালাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই রাস্তা দিয়েই কাউখালী সরকারি বালিক বিদ্যালয়, সরকারি বালক বিদ্যালয়, সরকারি কলেজ ও মহিলা কলেজের এবং উপজেলা, সদর ইউনিয়ন পরিষদসহ কাউখালী হাট বাজারে যাতায়াত করেত হয়। কেউন্দিয়া, দাসেরকাঠী, উপজেলাখান, আসপদ্দি, কচুয়াকাঠীসহ কয়েটি গ্রামের কয়েক হাজার মানুষেকে এই রাস্তা দিয়েই শহরে আসতে হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ে মধ্যে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার দাবী জানান।
এ ব্যাপারে জানতে কাউখালী উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ইমতিয়াজ হোসেন এর মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।
উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া বলেন, এডিবি থেকে সম্প্রতি রাস্তায় চলাচলের জন্য কিছু কাজ করা হয়েছে। বর্তমানে প্রকল্প আকারে পাঠানো হয়েছে যা টেন্ডারের প্রক্রিয়ায় আছে। তিনি আরো জানান, টেন্ডার প্রক্রিয়া শেষেই রাস্তাটি সংস্কার করা হলে জনগণের দুর্ভোগ লাঘব হবে।

সর্বশেষ