৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজীরহাটের বিভিন্ন স্পট জুয়ারুদের অভয়ারণ্য !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির :  বরিশাল জেলার কাজীরহাট থানা লতা, আন্ধারমানিক, জয়নগর, বিদ্যানন্দপুর, ভাষানচর ইউনিয়নের গ্রামর পরিতেক্তা বসত ঘরে বিভিন্ন ঝোপ জঙ্গলে চলছে দিন রাত লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা বলে অভিযোগ উঠেছে।

স্থাণীয় সূএে জানাগেছে, তাস দিয়ে খেলছে জুয়া এই খেলায় লক্ষ লক্ষ টাকা আদান প্রদান হচ্ছে । কাজীরহাট থানা পুলিশ নিরবতা পালনে স্থাণীয় সুশীল সমাজের লোকজনদের মুখে রটছে প্রশাসনের নিরবতা পালনে ভূমিকায় প্রশ্ন বৃদ্ধ ও রয়েছে। কাজীরহাট এলাকায় বহিঃরাগত জুয়াড়– এসে স্থাণীয় জুয়াড় দের সঙ্গে দলদ্ধ হয়ে খেলায় মেতে উঠে। গ্রামের লোকজনেরা জানায়, অনেকেই জুয়া খেলে টাকা লোকসানের ভূক্তভোগী হয়ে বাড়ি এসে পরদিন টাকার জন্য সংসারে করছে অশান্তি ও পরিবাদের মারধর। অনকেই সুদে টাকা ও সংসারের গৃহপালিত গরু, ছাগল বিক্রি করে টাকা নিয়ে খেলছে জুয়া। কেউবা পরিবার ও মা বাবার র্স্বন কড়ি চুরি করে বিক্রি করে ও খেলায় মেতে উঠে ও বলে অভিযোগ রয়েছে জুয়াড়–দের বিরুদ্ধে। স্থাণীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল ও নজরুল ইসলাম চুন্নুর সাথে আলাপ করলে জানায়, জুয়া খেলা চলে বিভিন্ন র্স্পটে ঘটনা সত্যি তবে প্রশাসন যদি কঠোর ও আইনগত ব্যবস্থ্যা নেয় তা হলে অচিরেই বন্ধ করা সম্ভব। এ বিষয় কাজীরহাট থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেনের মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানায়, জুয়াড়–দের বিষয় সঠিক সংবাদ পেলে প্রশাসন যথাযত ব্যবস্থা নিবে।

সর্বশেষ