১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কাজীরহাটের ভাষানচর ইউপি নির্বাচনের বেসরকারী ফলাফল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির:
প্রথম ধামে ইউপি নির্বাচন শেষ হয়েছে ২১ শে জুন সোমবার। সারাদেশে ২০৪ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। বরিশাল জেলার কাজীরহাট থানাধীন ভাষানচর ইউনিয়নে অবাধ ও শান্তিপূর্ন ভাবে সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত একটানা ভোট চলছে। সরজমিনে গেলে দেখা গেছে বর্ষার মধ্যে ও ভোটাররা যে যার মতো করে পছন্দের প্রার্থীকে ব্যালোটের মাধ্যমে ভোট প্রদান করছে। উপস্থিতি ভোটাররা জানায়, ২০৪ টি ইউনিয়ন পরিষদে একযোগে নির্বাচন চলছে কোথায়ও কোথায়ও অপ্রিতিকর ঘটনা ঘটলেও সবচাইতে সুষ্ঠ নিরপেক্ষ ভোট ভাষানচর ইউনিয়নে হয়েছে বলে দাবী করেন। ভোটের শেষে স্ব-স্ব কের্ন্দের ভোট গননা করেন শেষে প্রিজাইডিং অফিসার বেসরকারী ভাবে নির্বাচত ফলাফল ঘোষনা করেছেন। ভাষানচর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম চুন্নু। সাংরক্ষিত মহিলা ১,২,৩ নং ওয়ার্ডে মোসাঃ আকলিমা, ৪,৫,৬ নং ওয়ার্ডে মোসাঃ নাজমিন আক্তার সুখী, ৭,৮,৯ নং ওয়ার্ডে মোসাঃ ছালমা বেগম। পুরুষ ইউপি সদস্য ১ নং ওয়ার্ডে মোঃ গিয়াসউদ্দিন বাচ্চু, ২ নং ওয়ার্ডে মোঃ শাহআলম মাতুব্বর, ৩ নং ওয়ার্ডে মোঃ কাইযুম চারু, ৪ নং ওয়ার্ডে মোঃ হারেজ, ৫ নং ওয়ার্ডে মোঃ শামীম হোসেন (সাহসূফী), ৬ নং ওয়ার্ডে মোঃ রশিদ বাঘ, ৭ নং ওয়ার্ডে মোঃ ফরিদউদ্দিন, ৮ নং ওয়ার্ডে সাধারন আসন মোসাঃ শিল্পী ৯ নং ওয়ার্ডে মোঃ কবির বাঘ নির্বাচিত হয়েছেন বলে জানাগেছে।

সর্বশেষ