২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজীরহাটে কমিউনিটি ক্লিনিকের চারপাশে যেন মৃত্যূকুপ !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির:
বরিশাল জেলার কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ভংগা কমিনিউটি ক্লিনিক যেন মৃত্যু কুপে পরিনত হয়ে দাড়িয়েছে। এই ক্লিনিক কে ঘিরে রয়েছে স্থাণীয়দের অভিযোগ। গাবতলী বাজার হতে মিয়ারহাট যাবার পথি মধ্যে উত্তর ভংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন। এই ক্লিনিকে গ্রামীণ জনগোষ্ঠির হতদরিদ্র থেকে শুরু করে রোগীরা আসতে ভয় পায়। ক্লিনিকে প্রবেশ করার মতো কোন প্রকারে রাস্তা নেই। এর চেয়ে বড় সমস্যা ক্লিনিক সম্মুখে পুকুরের ন্যায় ডোবা থাকার কারনে অনেক মা ও শিশুরা আসতে অনিহা প্রকাশ করছে। ক্লিনিকের সম্মুখে এ ভাবে ডোবা থাকলে শিশুদের নিয়ে আসতে ভয় পাওয়ার কারন সর্ম্পকে জানায়, শিশুরা যে কোন সময় আমাদের হাত ছাড়া হলে অসাবধানতা বশত ডোবায় পড়ে মৃত্যুর সমাধি ঘটতে পারে। এছাড়া অনেক মহিলা পুরুষ পা পিছলে ডোবায় পড়ে গিয়ে আহত হয়েছে ও বলে জানায়। অভিযোগ রয়েছে, রোগী হয়ে ক্লিনিকে সেবা নিতে এসে যদি দূর্ঘটনার কবলে পড়তে হয় তা হলে সেবা নেওয়া কি প্রয়োজন মনে করেন। গ্রামীন জনগোষ্ঠি ও এলাকার রোগীরা ক্লিনিকে সেবা নিতে আসতে পারে এ জন্য প্রবেশ পথ একান্ত প্রয়োজন এবং ডোবা ভরাট করা হলে সকল দূর্ঘটনা থেকে এড়ানো সম্ভব বলে জানায়।

সর্বশেষ