৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কাজীরহাটে রাতে দুই বাড়ি থেকে ২ টি গরু চুরি !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবিরঃ বরিশাল জেলার কাজীরহাট থানাধীন ৭নং ভাষানচর ইউনিয়নের ছৈয়মতক্তা গ্রামে পৃথক ভাবে ২ টি গৃহপালিত গরু চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূএে জানাগেছে ভাষানচর ইউনিয়নে প্রায় সময় খবর পাওয়া যায় গরু চোরের । স্থাণীয়রা জানায়, চোর এলাকার তবে প্রভাবশালীরা এদের সেল্টার দিচ্ছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গত ১৮ সেপ্টেম্বর যে কোন সময় রাতে ছৈয়মতক্তা গ্রামের রতন ফকিরের গোয়াল ঘর থেকে কালো বর্নের ১টি গাভী চুরি হয়ে যায় আনুমানিক মূল্য ষাট হাজার টাকা বলে রতন ফবিরের স্ত্রী রহিমা বেগম (৫৫) প্রতিবেদকের কাছে নিশ্চিত করেন। তিনি আরো বলেন আমার স্বামী অসুস্থ রাত প্রায় ১ ঘটিকার সময় প্রকৃতির ডাবে সাড়া দিলে আমি ঘর হতে বাহিরে বের হলে আমার গোয়াল ঘরে গাভী ও বাচ্চা দেখতে পাই। ভোর বেলা উঠে দেখি আমার গাভী নেই বাচ্চা আছে এবং রাতে পাশের ঘরের লোকজন গাভীর ডাকের শব্দ পেয়ে আমাদের ডাকাডাকি করলেও আমরা আলাপ পাইনী এছাড়া আমার বাড়িতে পোষাপ্রানী জন্তু কুকুর ছিল কুকুর নিখোঁজ রয়েছে। অপর দিকে হাজীকান্দা জামে মসজিদের ইমাম আজমল হোসেনর গৃহপালিত গরু চুরি হয়ে যায়। আজমল হোসেন কে খোঁজ করলে তাকে পাওয়া যায়নী তবে গ্রামের লোকজনেরা জানিয়েছে ইমামের গরু ও চুরি হয়েছে। কাজীরহাট থানা অফিসার ইনর্চাজ ওসি মোঃ জুবাইর হোসেনের সাথে আলাপ করলে তিনি জানায় ১টি গরুর চুরি হয়েছে সংবাদ পেয়েছি তবে আজমল হোসেন নামক এব ব্যাক্তি থানায় এসেছে।

সর্বশেষ