১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজীরহাটে সুপারী গাছের সাঁকোই গ্রামবাসীর ভরসা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির, কাজীরহাট প্রতিনিধি

বরিশাল জেলার কাজীরহাটের একটি মাএ নাম মডেল ইউনিয়ন বিদ্যানন্দপুর। শুধু মাএ কাগজে কলমে মডেল ব্যবহারিত হলেও উন্নয়নের দিকে একধাপ পিছিয়ে রয়েছে। বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের গ্রামগুলো এর মধ্যে সুপারী গাছের ব্রিজ তৈরী করে সুইস গেটের উপর দিয়ে আসা যাওয়া করছে নং ওয়ার্ডের চরমাধবরায় গ্রামের লোকজন সহ বিভিন্ন স্থান হতে আগত লোকজন। স্থাণীয়রা অভিযোগ তুলে বলেন শুরু থেকেই এলাকাবাসী বাশেঁর সাঁেকা দিয়ে পারপার করলেও চেয়ারম্যান ও মেম্বারদের চোখে পড়লে বিষয়টি এড়িয়ে চলে গেলে ও উন্নয়নের কথা ভাবছেনা। এই সুপারী গাছের ব্রিজ পার হলে ২০০ গজের মধ্যে রয়েছে বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন পরিষদ সহ চরমাধবরায় মহিলা দাখিল মাদরাসা। আধা কিঃ মিঃ মধ্যে রয়েছে ছনখলা বাজার তবু ও নেই উন্নয়নের ভরসা জন প্রতিনিধিদের। এ বিষয় কথা হয় চরমাধবরায় গ্রামের পঙ্গু মুছা ফকিরের সাথে তিনি জানায়, আমার লোকজন নিযে ব্যবস্থা করে দিয়েছে একদিকে আমার বাড়িতে অনেক রোগী আসে অপর দিকে খালের ২ প্রান্তে ২টি মেইন রাস্তা দিয়ে শত শত লোকজন আসা যাওয়া করে। ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ হক মিযার সাথে আলাপ করলে তিনি জানায়, আমি নিজেই দৈনিক একাধিব বার পার হয়ে আসা যাওয়া করি তবে একটি ব্রিজের প্রয়োজন । জনস্বার্থে ব্রিজ হওয়া উচিৎ বলে আমি মনে করি।

সর্বশেষ