২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজীরহাটে সেনা সদস্যের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাজীরহাট প্রতিনিধি—
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা উদয়পুর গ্রামের ছালাম মল্লিকের ছেলে সেনাবাহিনীর ল্যন্স কর্পোলাল হারুন-অর রশিদ ঢাকা সেনানিবাস কর্মস্থল হতে বদলি হয়ে গত রবিবার সৌয়দপুর সেনানিবাস যাবার উদ্দ্যেশে রওনা হলে পথিমধ্যে টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় পৌছালে পিছন থেকে মালবাহী ট্রাকে সেনাবাহিনীর গাড়ী কে চাপা গুরুত্বর আহত হয় হারুন-অর রশিদ। ঐ দিনেই ঢাকা সি এইচ এম হাসপাতালে ভর্তি করা হলে গত বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে শেষ নিশ্বাষ ত্যাগ করেন। ইন্না নিল্লাহী ওয়া ইন্না লিল্লাহী রাজিউন মৃত কালে বয়স ছিল ৪০ বছর। মৃত কালে স্ত্রী ১ কন্যা মুনতাহা, ১ ছেলে নিহাদ সহ আতিœয় স্বজন রেখে গেছেন। নিহতের লাশ গত শুক্রবার সেনাবাহিনীর লাশবাহী হেলিকাপ্টার যোগে একতা ডিগ্রী কলেজ মাঠে এসে পৌছাবে ১২.৫ মিনিটে। অবশেষে মাঠে আইন শৃঙ্খলা বাহিনীদের সকল প্রস্তুতি শেষ হেলিকাপ্টার মাঠের উপর দিয়ে একাধিক বার পাইলট চেষ্টা চালিয়ে অবতরনে ব্যর্থ হয়। পরিশেষে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট লেবুখালী তে অববতরন করেন ১২.৫০ মিনিটে। ১৪১ বীর মোঃ শফি ক্যাপটেন জানায়, মাঠে অবতরনে র্দূঘটনা ঘটতে পারে মাঠের ৩ দিকে বিল্ডিং একাধিক গাছ অপর দিকে বিদ্যূতের লাইন থাকায়। পরিশেষে লেবুখালী ক্যান্টনম্যান্টে অবতরন করা হয়েছে গাড়ী যোগে লাশ আসছে। রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হবে। আছর বাদ উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইমাম খতিব কাজীরহাট থানা জামে মসজিদের হাফেজ মাওলানা জামাল উদ্দিন নিহতের জানাযা নামাজ সর্ম্পন করেন। পারিবাবিক কবরস্থানে দাফন করে সেনাবাহিনীর সদস্যরা কবরে পূর্স্প অর্পন করে আকাশে ফায়ার্রি করে বিদায় নেয় বলে বিভিন্ন সূএ হতে নিশ্চিত হওয়া গেছে।

সর্বশেষ