২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ: ফিলি*স্তিনে গ*ণহ*ত্যা বন্ধের দাবী দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ

কাজীরহাট বাজারে ব্যবহারের অনুপযোগী পাবলিক টয়েলট, কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাজীরহাট প্রতিনিধি :

কাজীরহাট থানা বন্দর কাজীরহাট বাজার পাবলিক টয়েলেট র্দীঘদিন যাবৎ ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ছে। কর্তৃপক্ষের নজরে আসছেনা বলে অভিযোগ উঠেছে। সূএে জানাগেছে, সরকারি অর্থায়নে প্রায় ১৫ বছর পূর্বে কাজীরহাট বাজারের উত্তর পার্শ্বে মেইন রাস্তা সংলগ্ন টয়েলেট স্থাপন করা হলেও কয়েক বছর ব্যবহারের পর র্দীঘ বছর যাবৎ পড়ে আছে অক্ষত অবস্থায়। সরজমিন ঘুরে দেখা গেছে পাবলিক টয়েলেটে ২ টি প্রসাব খানা ৩ টি টয়েলেট রুম এক সাথে স্থাপন করা হয়েছে এছাড়া পাবলিকদের সুবির্ধাথে মটরের সাহায্যে পানির ব্যবস্থা সহ বিদূৎতের লাইন থাকলেও এগুলো অকেজো হয়ে পড়ছে। টয়েলেটের পাশেই একটি টিউবয়েল থাকলেও নষ্ট অবস্থায় পড়ে আছে। বাজার সূএে জানায়, বিদূৎতের বোর্ড ও কারেন্টের তার এবং পানির মটরের হদিস নেই।এছাড়াও টয়েলেটের ময়লা বের হওয়ার পাইপ ভেঙ্গে গেছে। অপর দিকে টয়েলেটের পিছনে ময়লা জমা থাকার ট্রাংকি চারের তৃতীয়াংশ ভেঙ্গে ও দেবে গেছে। টয়েলেটের ভিতরে সেফটি ও স্লাপ ভেঙ্গে গেছে বর্তমানে পাবলিক টয়েলেট কেউ ব্যবহার করছেনা। বিশেষ করে রাতের আধারে টয়েলেটের ভিতরে অনেকেই মল ত্যাগ করে যা র্দূগন্ধে বাতাসে পরিবেশ দূষন করার মতো। টয়েলেটে সংযুক্ত মেইন রাস্তা দিয়ে আসা যাওয়া করলে নাক চেপে যেতে হয়। কাজীরহাট বাজার ব্যবসায়ী মহলদের অভিযোগ অনেক সময় আমাদের প্রকৃতির ডাকে সাড়া দিলে কষ্ট সাধ্য করে বাজার ত্যাগ করে বিভিন্ন স্থানে যেতে হয়। অচিরেই টয়েলেট পূর্ন নির্মান না করা হলে এই বাজারে আগত ক্রেতা ও পাবলিক বিপদ গামীর সম্মুক্ষিন হতে হবে অপর দিকে বাজারের সুনাম ক্ষুন্ন হবে বলে জানায়। কাজীরহাট বাজার নবাগত বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম হিরার সাথে আলপ করলে তিনি জানায়, বিষয়টি আমার নজরে আছে কিছুদিন পূর্বে অঅমি টয়েলেটি ঘুরে দেখে এসেছি মালি কে সংবাদ দিয়ে মালির সাথে পরার্মশ করিয়াছি তবে অচিরেই কাজীরহাট বাজারের পাবলিক টয়েলেট ব্যবহারের উপযোগী ব্যবস্থা করিবেন বলে আশ্বস্থ প্রকাশ করেন।

সর্বশেষ