১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান পটুয়াখালীর দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিজন সেলে হাজতিকে হত্যার দাবি স্বজনদের, কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দাম বেড়ে ফের রেকর্ড, স্বর্ণের ভরি ১ লাখ ২০ চরকাউয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভায় খান মামুন রাজাপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মাইক্রোবাসে আগুন

কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ২৩

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আন্তর্জাতিক ডেস্ক।।
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ২৩ জন। পশ্চিম কাবুলের দাশত-এ-বারচি এলাকায় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঘটা এই আত্মঘাতী হামলায় আহত হয়েছে প্রায় ৩৬ জন। খবর আল জাজিজার।

হামলাস্থল দাশত-এ-বারচি প্রধানত শিয়া অধ্যুষিত এলাকা। এছাড়া এই এলাকায় সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ও বাস করে। স্থানীয় পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, শিক্ষার্থীরা একটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এই সময় শিক্ষা প্রতিষ্ঠানটিতে বোমা হামলার ঘটনা ঘটে। দুর্ভাগ্যজনকভাবে, এ পর্যন্ত ২৩ জন নিহত ও অন্তত ৩৬ জন আহত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হচ্ছে। এর মাঝে ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া ছাত্রছাত্রী। খালিদ জাদরান বলেন, আফগানিস্তানে শুক্রবার স্কুল বন্ধ থাকে। বেসামরিক ব্যক্তিদের হামলা করার মাধ্যমে হামলাকারীর নৈতিক দুর্বলতা এবং পাশবিক নিষ্ঠুরতাই প্রকাশ পেয়েছে।

হামলার দায়দায়িত্ব এখনও পর্যন্ত স্বীকার করেনি কোনো ব্যক্তি বা সংগঠন। এদিকে, আল জাজিরাকে এক আহত শিক্ষার্থী জানিয়েছেন, হতাহতের বেশিরভাগই নারী শিক্ষার্থী। তিনি বলেন, ক্লাসরুমে আমরা প্রায় ৬০০ জন ছিলাম। কিন্তু হতাহতের বেশিরভাগই নারী শিক্ষার্থী।

সর্বশেষ