২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাকেরগঞ্জে গ্রামাঞ্চলে চোর-ডাকাত আতঙ্ক ! গায়ে মাখছেনা পুলিশ বরিশালে পেশাজীবি সমন্বয় পরিষদের ঈদ পুনর্মিলনী এবার তালতলীর আরেক ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল মনপুরায় ব্যবসায়ীর দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু বরগুনায় সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ কারবারী আটক বরিশাল সদর উপজেলা নির্বাচনে আমার কোন চেয়ারম্যান প্রার্থী নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গাবালীতে মুগডাল তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, দুই নারীসহ আহত ৭ ববি শিক্ষিকার চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৩ দেশীয় তহবিলের অর্থে নির্মাণ হচ্ছে মীরগঞ্জ সেতু

কারাগারে থাকা কাউন্সিলর প্রার্থী মান্নার নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: নৌকার সমর্থকদের মারধর করার ঘটনায় দায়ের হওয়া মামলায় কারাগারে থাকা বরিশাল সিটি নির্বাচনে নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রইজ আহম্মেদ মান্নার নির্বাচনী প্রচরণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ জুন) রাতে নগরীর কাউনিয়ার কাউন্সিলর প্রার্থীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবার। রইজ আহম্মেদ মান্না সদ্য বিলুপ্ত হওয়া বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক ছিলেন।

লিখিত বক্তব্যে মান্নার বড়ভাই ও সিটি নির্বাচনে একই ওয়ার্ডের লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোঃ মুন্না হাওলাদার বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান। বরিশাল সিটি নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন আমার ছোট ভাই মোঃ রইজ আহম্মেদ মান্না। যে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক।

তিনি বলেন, বরিশাল সিটি নির্বাচনে তফসিল ঘোষণা দেয়ার পর থেকেই আমাদের পরিবার হামলা-মামলার শিকার হচ্ছে। আমাদের প্রার্থীর জনপ্রিয়তায়য় ঈর্শান্বিত হয়ে কতিপয় লোক প্রচারণায় বাধাগ্রস্থ করছে। আমাদের মা-বোন ও সমর্থকদের প্রচারণায় বাধা তৈরি করছে এবং কিছু লোক আমাদের কর্মীদের বাসায় গিয়ে প্রশাসনের পরিচয় দিয়ে তাদের গ্রেপ্তারের হুমকি দিচ্ছে। অথচ আমার ভাইয়ের পক্ষে যারা প্রচারনা চালাচ্ছে তারা প্রত্যেকেই আওয়ামী পরিবারের সন্তান।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানাচ্ছি যারা নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহনের।

তবে কারা তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে এ বিষয়ে স্পষ্ট কিছু লিখেননি সংবাদ সম্মেলনের লিখিত অভিযোগে। অপরদিকে সংবাদ সম্মেলনের অভিযোগের এ বিষয়ে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় থানা পুলিশ কিছু জানে না বলে জানিয়েছেন।

উল্লেখ্য বর্তমান মেয়র সেরিনয়াবাত সাদিক আব্দুল্লাহর আস্থাভাজন হিসেবে পরিচিত রইজ আহমেদ মান্না গত ১৪ মে রাতে বরিশাল নগরীর কাউনিয়া মহাশশ্মানের সামনে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের চার কর্মীকে মারধর করা হয়। হামলায় গুরুতর আহত নৌকার কর্মী মনা আহম্মেদ বাদী হয়ে মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা দায়ের করলে পৃথক অভিযান চালিয়ে পুলিশ ১০ জন ও র‌্যাব তিনজনকে আটক করে।

এরআগে ৭ মে সোহাগ নামে এক নৌকার কর্মীকে আগ্নেয়াস্ত্র, রামদা, হকিস্টিক প্রদর্শন করে হুমকি দেয়। যে ঘটনায় কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরআগে ২০১৬ সালে তৎকালীন বরিশাাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের বাড়িতে হামলা চালিয়ে মামলার আসামী হয়ে আলোচনায় আসেন রইজ আহমেদ মান্না। এরপর ২০২১ সালের ১৮ আগষ্ট আলোচিত ইউএনওর বাসভবনে হামলার ঘটনায়ও আলোচনায় ছিলেন মান্না।

কারাগারে যাওয়া মান্নার প্রার্থীতা মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হলে উচ্চ আদালতের আদেশে সেটি বহাল হয়। মান্নার সাথে এ ওয়ার্ডে বার বার নির্বাচিত কাউন্সিলর অ্যাডভোকেট এ,কে,এম, মুরতজা আবেদীনসহ আরও ৪ প্রার্থী রয়েছেন।

সর্বশেষ