১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কালকিনিতে গৃহবধূকে হত্যার চেষ্টা!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে দুলুফা বেগম (৪০) নামের এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে-পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাতটায় নিজ বাড়ির ভিতরে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই থানার ২নং ওয়ার্ড উত্তর ঠেঙ্গামারা গ্রামের বাসিন্দা ইব্রাহিম সরদার এর স্ত্রী। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, দুলফা বেগমের দেবরের সাথে তার স্বামীর জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। সামান্য বিষয় নিয়ে এর আগেও দুলুফা বেগম এর উপর একাধিক বার হামলা করেছে দেবর ও তার পরিবারের লোকজন।ঘটনার আগের দিন রাতে সামান্য বিষয় নিয়ে দুলুফা বেগম এর উপরে হামলা চালানোর চেষ্টা করে। রাতে ব্যর্থ হলে সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে  সন্ত্রাসী রুহুল আমিন, পারুল, নুপুর, বানু, মিতু সহ অজ্ঞাত তিন-চারজন সন্ত্রাসীরা দুলফা বেগমের ওপর এ হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা শেবাচিমে প্রেরণ করেন। বর্তমানে তিনি এ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। হামলা চালিয়ে তারা ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন মাধ্যমে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ