১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কালাবদর নদীতে ২ ট্রলারের সংর্ঘষে নিহত ১ আহত ১

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির–

বরিশালের কাজীরহাট থানাধীন ভাষানচর কালাবদর নদীর মোহনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ ধারার ট্রলার ও কাঠ বোঝাই ট্রলারের সংঘর্ষে ১ জেলে নিহত অপর জেলে গুরুত্বর আহতরর খবর পাওয়া গেছে। সূএে জানাগেছে, খবর পেয়ে কাজীরহাট থানা পুলিশ ঘটনা স্থলে গিয়েছে। ঘটনার বিবরনে নিহতর ছেলে মাসুম হাং”র ও আহত রিফাত মাতুব্বরের পরিবার সূএে জানায়, বিদ্যানন্দপুর ইউনিয়নের চরমাধবরায় গ্রামের জেলেরা প্রতিদিনের ন্যায় নদীতে মাছ ধরতে যায়। গত বৃহস্পতিবার গফুর হাং (৫০) ইউনুস চ্যেকিদার (৬০) রিফাত মাতুব্বর বিকালে বাড়ি হতে বের হয়। সন্ধ্যা মুর্হুতে ৩ জেলে ট্রলার নিয়ে চিলমারী খাল হতে জলিল মিয়ার ইট ভাটার পূর্ব পাশে খালের মধ্যে উপস্থিত হলে বিপরীত দিক হতে কাঠ বোঝাই ট্রলারের সাথে সংর্ঘষ হয় সন্ধ্যা ৬.৩০ মিনিট ঘটিকায়। সংঘর্ষের ফলে জেলে গফুর হাং ও রিফাত মাতুব্বর নদীতে পড়ে গেলেও রিফাত মাতুব্বর কে উদ্ধার করতে সক্ষম হলেও গফুর হাং কে উদ্ধার করা সম্ভব হয়নী। এলাকায় খবর জানাজানী হলে স্থাণীয় জেলেরা জাল টেনে রাত ৯.২০ মিনিট সময় জেলে গফুর হাং কে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। রাতেই আহত রিফাত মাতুব্বর কে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভর্তি করেছে বলে জানায়। রিফাত মাতুব্বরের অবস্থা আশংঙ্খা জনক বাম চোখে কাঠের আঘাতে রক্ত ক্ষরন হয়েছে। নিহতের লাশ গত শুক্রবার নিজ বাড়িতে সকাল ৯ ঘটিকায় দাফন হয়েছে। দাফনের পূর্বে কাজীরহাট থানা পুলিশ এস আই টিপু ও সঙ্গীয় ফোর্স বাড়িতে গেলে নিহতের পরিবারদের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্তের প্রক্রিয়া হয়নী বলে জানাগেছে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহআলম মীর, ইকবাল কবির আজম. শাহ আলম মাতুব্বর সহ স্থাণীয় লোকজন। নিহতের ছেলে মাসুম হাং জানায়, আমার পিতার মৃত্যুতে আমাদের কোন অভিযোগ নেই। কাজীরহাট থানা এস আই টিপু জানায়, আমাদের আইনগত প্রক্রিয়ার জন্য এসেছি। নিহতের ছেলে লিখিত অভিযোগ দিয়েছে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করার জন্য।

সর্বশেষ