১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাল থেকে শুরু হচ্ছে দুইদিন ব্যাপী `অশ্বিনী মেলা’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: আধুনিক বরিশালের রূপকার, বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ও শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র জন্মদিন উপলক্ষে মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ সরকারি বরিশাল কলেজ মাঠে গত ২০১৯ সাল থেকে অশ্বিনী মেলার আয়োজন করে আসছে। মেলাটি বরিশালের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষের উপস্থিতিতে এক মহান মিলনমেলায় পরিণত হয়। এ বছরও আগামী ২৭ ও ২৮শে জানুয়ারি বিকাল ৩টায় যথারীতি অশ্বিনী মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিদিন সন্ধায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৫শে জানুয়ারি বিকাল ৫টায় মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র প্রতিকৃতিতে শ্রদ্ধ নিবেদন করা হবে।
২৭শে জানুয়ারি বিকাল ৩টায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সুহৃদÑস্বজনের অংশগ্রহণে সকল আয়োজন হবে বর্ণিল-প্রীতিময় এ প্রত্যাশা মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদের।

সর্বশেষ