২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কিডনি রোগীদের জন্য সুখবর! হোমিওপ্যাথিক চিকিৎসায় কিডনি রোগ ভালো হয় — ডাঃমো:আলআমিন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক :
হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করে কিডনি রোগ ভালো হয় বলে সুখবর দিলেন চরফ্যাশন হাসপাতাল রোডের নিউস্কয়ার হাসপাতাল সংলগ্ন আল-আমিন হোমিও হলের চিকিৎসক ডাঃ আল-আমিন।
তিনি বলেন,কিডনি ডিজিস (Kidney Disease) মানেই আতঙ্কের বিষয তবে আতঙ্কিত না হয়ে সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে খুব তাড়াতাড়ি আল্লাহ’তাআলা সুস্থ করেন।

তিনি আরও বলেন,চরফ্যাশনে একজন রোগীর দীর্ঘদিন পর্যন্ত তার কোমর ব্যথা ছিল। অনেক ওষুধ খেয়েছে চিকিৎসা নেয়ার পূর্বে তার S.Creatinine টেস্ট করিয়েছি এতে তার Creatinine Level: 1.69 (N.V: 1.1mg/dl) ছিল। শুধুমাত্র হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে চিকিৎসার পর দেড় মাস পর আবার S.creatinine টেস্ট করলে মহান আল্লাহর রহমতে (0.89) নরমাল আসে।তার সিলেক্টেড মেডিসিন ছিল Acid.Phos-M/2–M/4.

ওই কিডনি রোগী সাংবাদিককে বলেন,হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করে কিডনি রোগ ভালো হয়, নিজে কিডনি রোগ থেকে উপকৃত না হলে আমি ও বিশ্বাস করতাম না। সুতরাং আপনি ও আপনার পরিবার যে কোন রোগে আতঙ্কিত না হয়ে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকতে পারেন।

ডা: মোঃ আল আমিন
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর -ঢাকা।
চেম্বার: নিউ স্কয়ার হসপিটাল ভবন, চরফ্যাশন, ভোলা।
01735153710

সর্বশেষ