১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ের দাবী নিয়ে ইডেন পড়ুয়া ছাত্রী চরফ্যাশন প্রেমিকার বাড়িতে ২দফা অনশন! শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান পটুয়াখালীর দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিজন সেলে হাজতিকে হত্যার দাবি স্বজনদের, কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দাম বেড়ে ফের রেকর্ড, স্বর্ণের ভরি ১ লাখ ২০ চরকাউয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভায় খান মামুন

কুয়াকাটার মহিপুরে যুবলীগ নেতাকর্মীরা নেমে পড়েছে বৃক্ষ রোপনে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হোসাইন আমির.(পটুয়াখালী)প্রতিনিধি।। “উপক‚ল হবে সবুজ দেয়াল” এমন শ্লেগানকে সামনে রেখে বৃক্ষ রোপনে নেমে পড়েছে কুয়াকাটা মহিপুর থানা যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে কুয়াকাটাসহ চারটি ইউনিয়নে এক যোগে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন তারা। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্বে দেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে মহিপুর থানা যুবলীগ এ কর্মসূচীর আয়োজন করে। কুয়াকাটা পর্যটন হলিডে হোমস্’র সামনেসহ বিভিন্ন স্থানে প্রায় এক’শ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এছাড়া মহিপুর, লতাচাপলী, ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা আরো চার শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেছে।
এ কর্মসূচীতে মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, কুয়াকাটা পৌর যুবলীগ আহবায়ক ইসাহাক শেখ, মহিপুর সদর ইউনিয়ন যুবলীগ আহবায়ক ফেরদৌস হাওলাদার, ধুলাসার ইউনিয়ন যুবলীগ সভাপতি জিল্লুর রহমান কিশোর, লতাচাপলী ইউনিয়ন যুবলীগ আহবায়ক মো.রিয়াজ মোরশেদ ও ডালবুগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো.শহিদুল ইসলামসহ যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া পর্যটন হলিডে হোমস্’র ব্যাবস্থাপক সুবাস চন্দ্র নন্দী ও কুয়াকাটা নৌ-পুলিশ ফারির উপ-পরিদর্শক এ এস আই মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ কর্মসূচী পালন করেছি। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ