২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুয়াকাটায় পৌর মেয়রের অর্থায়নে নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হোসাইন আমির, কুয়াকাটা প্রতিনিধিঃ-  র্দীঘ ১০ বছরের ধারাবাহিকতায়  এবারও দুস্ত গরীব অসহায়কে ভুলেনি কুয়াকাটার পৌর নব-নির্বাচিত মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। বিগত দিন গুলিতে শুধুই একজন সমাজ সেবক হিসাবে গরীব মানুষের আর্থিক নিয়ে পাশে দাড়িয়েছেন। মেয়র হওয়ার পর তার ব্যতিক্রম ঘটেনি আজ সকাল ১০ টায় ৩৫শ মহিলাদের শাড়ী নিয়ে তার নিজ ওয়ার্ড ৮/৯ থেকে শুরু করছেন ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মসূচি ,আগামী ৯ মে ১/২ নং ওয়ার্ড দিয়ে এ বিতরণ শেষে করবেন বলে জানান মেয়র আনোয়ার হাওলাদার। ঈদ বস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের কান্সিলর সাবের হোসেন, ৮ নং ওয়ার্ডেও কাউন্সিলর আশ্রাব আলী সিকদার, মিহিলা কাউন্সিলর হোসনেয়ারা বেগম, কুয়াকাটা পৌর সেচ্ছাসেবক লীগের সম্পাদক সুজন পহলান (মিলন) ৯ নং ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি আঃ রহিমসহ স্থানীয় সংবাদ কর্মীরা। শাড়ী পাওয়া ৯ নং ওয়ার্ডের সূর্যবানু (৭০) বলেন,“মনে হরছি মোরা যে মেয়র হবার পরে মোগোরে বুইল্লাহ যাইবো সহালে দেহি আগের নাহান কাগজ পাইছি ত্রানের তহন খুশি হইছি যে বেডায় মোগেরে বোলে নায়”- এভাবেই বলতে বলতে খুশিতে চোখ বেয়ে পানি পরলো। ওই ওয়ার্ডের সমাজ সেবক ও পৌর সেচ্ছাসেবক লীগের সম্পাদক সুজন পহলান মিলন বলেন আমরা আসলেই একজন জনবান্ধব নেতা মেয়র সাহেবকে পেয়েছি যে কথা বলে সে রাখার চেস্টা করে যাকে নিয়ে গর্ব করা যায়। পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, জনগনের পাশে থাকা একটি নিয়মিত অভ্যেসে পরিণত হয়েছে আল্লাহ চাইছেন মেয়র জনগন বানাইছেন না হলেও পাশে থাকি যতটকু পারি চেষ্টা করি মানুষের মুখে হাসি ফুটাতে বাকিটা আললাহর ইচ্ছা।

সর্বশেষ