৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ,ডক্টর ,আ ন ... অবশেষে ভোলায় স্বস্তির বৃষ্টি পিরোজপুরে নামল স্বস্তির বৃষ্টি প্রবাসে স্বামীদের জিম্মি করে দেশে স্ত্রীদের ধর্ষণ করেন পাথরঘাটার মামুন! আমতলীতে কুরিয়ার সার্ভিসে ৮ কেজি গাঁজা, দেবর-ভাবি গ্রেপ্তার বাউফল উপজেলা নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ আমি চেয়ারম্যান হতে নয়, এসেছি জনগণের সেবা করতে : খান মামুন আগৈলঝাড়ায় দুধ দিয়ে গোলস করে দল ত্যাগ করলেন বিএনপি নেতা বরিশালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২ মুলাদীতে একরাতে ১০ নলকূপ চুরি, তীব্র পানি সংকট

কুয়াকাটা ইউপি নির্বাচন- শেষ মূহুর্তে ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হোসাইন আমির,কুয়াকাটা প্রতিনিধিঃ- কুয়াকাটা ৭ নং লতাচাপলী ও ৯ নং ধূলসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে শেষ মূর্হুতের প্রচার প্রচারণা। দিন রাত কারো চোখে ঘুমনেই মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীদের। ভোটারদের মন জয় ক্ের ১৫ই জুন বিজয়ের মালা পরতে চান সকলেই। কাকাডাকা ভোর হলেই বেরিয়ে পরছেন সকলে। ভোট যুদ্ধে হারবেন না এমন প্রত্যাশায় ব্যস্ত সময় পার করছেন পছন্দের প্রর্থীসহ কর্মী সমর্থকরা। কে হাসবে বিজয়ে হাসি এ নিয়ে চলছে ভোটারদের মাঝে নানা জল্পনা কল্পনা।
জানাযায়, আগামী বুধবার ১৫ জুন কুয়াকাটা লতাচাপলী ও ধূলসার ইউনিয়ন পরিষদ নির্বাচন। পর্যটন নগরী কুয়াকাটার দুই ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ন জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার ট্যুরিস্ট দর্শনীয় স্থানে আবলোকন করে। সেখানে একজন জনপ্রতিনিধি হবে পর্যটন বান্ধব এমন প্রার্থীকে বেছে নিতে চায় সাধারণ ভোটাররা। ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, ও চেয়ারম্যান এইরাই হবে পজিটিভ কুয়াকাটা যেখানে রাস্তাঘাট ড্রেনেজ সবুজ বনায়ন, প্রকৃতিকে ধরে রাখা হবে তাদের মুল কাজ। ৭নং লতাচাপলী ইউনিয় পরিষদে মোট ভোটার সংখ্যা পুরুষ ৯৩৬৫ মহিলা ৮৬৭৫ জন ৯ ধুলাসর ইউনিয়নে ৭২০৫ জন পুরুষ ও ৭০৮৩ জন মহিলা এই প্রায় অর্ধলক্ষ ভোটারা চেয়ে আছেন নির্বাচনের পরিবেশে নিয়ে আতংকে রয়েছে অনেক প্রার্থী ও সাধারণ ভোটার নানা অভিযোগ উঠে আসছে নির্বচনের মাঠ থেকে। তবে সাংবাদিকের এক প্রশ্নে জবাবে প্রসাশনে পক্ষ থেকে বলা হয়েছে আমাদের সরকারে পক্ষে থেকে বলা হয়েছে অবাধ সুষ্ট নিরেপেক্ষ নির্বাচন করতে আমরা সেটাই করবো। আনারস র্মাকার সতন্ত্র প্রার্থী শফিকুল আলম শফি বলেন, আমি নির্বাচন করছি আমার বাবার আদর্শ নিয়ে তিনি একজন এই ইউনিয়নে বাবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন যার নাম আঃ হাই। এই দক্ষিণাঞ্চলে তাকে একনামে চিনে সতন্ত্র প্রার্থী হওয়ার কারণে সরকার দলীয় নৌকা প্রার্থী ও তার ভাইরা এবং কর্মী নেতারা আমার কর্মীদের প্রচারে বাধা বিঘœ ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন। অপর দিকে এ অভিযোগকে উড়িয়ে দিয়ে বর্তমান চেয়ারম্যান দৈনিক মানব জমিনকে বলেন,আমার নামে যেসব অভিযোগ করছেন সতন্ত্র প্রার্থী সম্পূর্ণ মিথ্যা তার কোন লোক না থাকায় কর্মী সমর্থকের অভাবে এইসব উল্টাপাল্টা অভিযোগ দিয়ে আসছে প্রশাসন মাঠে আছে তারাই দেখছেন এ রকম কোন ঘটনা ঘটে নাই। এ বিষয় কুয়াকাটা মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন নির্বাচনে প্রচার প্রচারণা শুরু থেকে এখন পর্যন্ত মাঠে আছি নিরপেক্ষ নির্বাচন উঠাতে শেষ পর্যন্ত আছি আমরা। জনগণ সুষ্ট ভাবে ভোট দিতে পারবে নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা দিয়েছে তা আমরা কঠোর ভাবে পালন করবো

সর্বশেষ