১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কুয়াকাটায় কমছে পর্যটকদের রাত্রিযাপন ! সৈকতে ভীড়, হোটেলগুলো ফাঁকা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হোসাইন আমির কুয়াকাটা প্রতিনিধি: মোখার প্রভাবের পরে সাগরকন্যা কুয়াকাটা সৈকতে গোসলের সময় অসংখ্য ওপর্যটকদের ভীর দেখা যায়। আজ শুক্রবার বন্ধের দিনে ডে ট্যুরে প্রচুর ভ্রমনপিপাসুরা এসেছে। এরা কুয়াকাটার বিভিন্ন স্পট ঘুরে আবার সন্ধ্যায় সূযাস্ত দেখে চলে যাবে। অপরদিকে হোটেলগুলো অনেক গুলোই ফাঁকা রয়েছে এমনটাই জানা গেছে হোটেল মোটেলের পক্ষ থেকে ।
কুয়াকাটা অভিজাত হোটেল সিকদার রিসোর্টের জিএম ( ভারপ্রাপ্ত ) খান আলামিন বলেন, একদিকে গত সপ্তাহে মুখার প্রভাব গেছে অন্যদিকে স্কুলের পরীক্ষা সব মিলিয়ে অনেক বুকিং বাতিল করা হইছে হয়েছে আর সৈকতে যে গোসল করে পর্যটকরা কাছাকাছি জেলাগুলোর ডে ট্যুরে এসে আবার সূর্যাস্ত দেখে চলে যায় তবে আগামী দিন গুলোতে পর্যটক বাড়বে বলে আশা করছি আরেক অভিজাত হোটেল খান প্যালেসের জিএম ইমন বলেন আমদের সবসময় ভালো যায় তবে আজ কম ৫০% বুকিং আছে। রাখাইন মার্কেটের ঝিনুক ব্যবসায়ী মিলন বলেন, ঈদের পর কিছু বেচাকেনা করছিলাম এর পর থেকে মোটামুটি আজ তো একদমই নাই। কুয়াকাটা টুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কুটুমের সহসভাপতি কাজী সাঈদ বলেন রাস্তা ঘাট ভালো হওয়ার কারণে ডে ট্যুরে পর্যটক আসা যাওয়া করে স্থায়ী করনে অনেক কিছু বাকি আছে দ্রুত এসব নিয়ে কাজ করলে কুয়াকাটা পর্যটন শিল্প অনেক বিকাশিত হবে।

সর্বশেষ