১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ::: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি ৪ ফুট লম্বা ইরাবতী ডলফিনের বাচ্চা ভেসে এসেছে। এর মাথা ও পেটের আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম পাশে ডলফিনটি দেখতে পায় একজন ট্যুর গাইড।

ট্যুর গাইড আব্দুল জলিল জানান, ‘সৈকত এলাকা থেকে যাওয়ার পথে ডলফিনটিকে এখানে পরে থাকতে দেখি। ডলফিনটির শরীরের চামড়া সম্পূর্ণ উপরে উঠানো। পরে আমি ডলফিন রক্ষা কমিটিকে খবর দেই।’

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ইরাবতী ডলফিনের এই বাচ্চাটির মাথার কাছে স্পষ্ট একটি আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকে রক্তক্ষরণের কারণেই ওর মৃত্যু হতে পারে। আমরা এগুলো নিয়ে গবেষণা চালাচ্ছি। কেন প্রতিবছর এমন পরিবেশ তৈরি হচ্ছে।’

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার পর বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দিয়েছে। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা উর্ধ্বতন কতৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর সঠিক কারণ বের করা হয়।

সর্বশেষ