২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ বোরহানউদ্দিনে ভোটারদের টাকা দেওয়ার ছবি ভাইরাল, ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচন ঘিরে ভোলার উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন

কোস্টগার্ডের অভিযানে আটককৃত মালামাল নিলামে বিক্রয়,পরবর্তীতে হস্তান্তর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :
কোস্ট গার্ড দক্ষিণ জোনের অভিযানে আটককৃত শাড়ি, থ্রীপিচ, শাল, ওড়নাসহ বিভিন্ন ধরনের কাপড়-চোপড় ভোলার সদর জুডিসিয়াল আদালতের কাছে হস্তান্তর করে। কোস্ট গার্ড থেকে পাওয়া জব্দকৃত মালামাল আদালতের নিলাম কমিটির ব্যবস্থাপনায় নিলামে বিক্রয় করা হয়। কে.জি.এন ইন্টারন্যাশনাল সর্বোচ্চ নিলাম ধরে উক্ত মালামাল নিলামে প্রাপ্ত হন।

সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকালে শহরের নজরুল্লাহ স্কুল মাঠে এই নিলামের মালামাল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার, নিলাম কমিটির সভাপতি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ মিলন, , সদস্য সচিব কোর্ট ইন্সপেক্টর শামসুল আরেফিন , প্রশাসনিক কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ আজিজুর রহমান,কোস্টগার্ডের চীফ পেটি অফিসার মোঃ বেলায়েত হোসেন কে.জি.এন ইন্টারন্যাশনালের পক্ষে নিলাম ক্রেতা মোঃ নাছির উদ্দীন, ওসি অপারেশন মোঃ মাসুদ হোসেন, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই ফিরোজ আল মামুন।
উক্ত নিলামে হস্তান্তরকৃত শাড়ী, থ্রী পিসসহ অন্যান্য মালামাল ১ কোটি ৫৩ লাখ বিক্রয় করা হয়। যা সর্বমোট ভ্যাট আয়করসহ ১ কোটি ৭২ লাখ ৬২ হাজার ৫শত হয়েছে।
জব্দ তালিকায় পেটি অফিসার রাইটার বিসিজি বেইজ ভোলা বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক যার আনুমানিক মোট মুল্য অনুমান ৯ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৯ শত টাকা।

সর্বশেষ