১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কোয়ারেন্টিনের নিয়ম ভঙ্গ করে বিপাকে পড়লেন বুন্দেসলিগার কোচ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে বুন্দেসলিগা দিয়েই পুনরায় মাঠে ফিরছে ফুটবল। দুই মাসেরও বেশি সময় পর আগামীকাল শনিবার (১৬ মে) থেকে শুরু হবে করোনার কারণে স্থগিত থাকা বুন্দেসলিগার চলতি আসর।

শুরুর ম্যাচেই নিজেদের মাঠে ভলসবার্গকে আতিথেয়তা দেবে অগসবার্গ। কিন্তু সেই ম্যাচটিতে তারা ডাগআউটে পাবে না প্রধান কোচ হেইকো হারলিচকে। কারণ কোয়ারেন্টিনের নিয়মভঙ্গ করায় এই ম্যাচের দায়িত্বে থাকতে পারবেন না তিনি।

জানা গেছে, কোয়ারেন্টিনে থাকার সময় হোটেলের বাইরে যাওয়ার নিয়ম নেই। কিন্তু অগসবার্গের কোচ হেইকো সেই নিয়ম ভঙ্গ করে একটি টুথপেস্ট কিনতে হোটেল ছেড়ে দোকানে গিয়েছিলেন। আর এতেই ঘটল সর্বনাশ।

অবশ্য গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিজের দোষ স্বীকার করেছেন তিনি। ১০ মার্চ ক্লাবটির দায়িত্ব নেওয়া এই কোচ এক বিবৃতিতে বলেন, ‘হোটেল ছেড়ে বাইরে যাওয়ায় আমি ভুল করেছি।’

সর্বশেষ