২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গণহত্যা দিবস উপলক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের নানা কর্মসূচি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার ::: গণহত্যা দিবস ২৫ মার্চ। একাত্তরের এই দিনে রাতে নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি বাহিনী। এ উপলক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার দুপুর ১২ টা থেকে বিসিসির সকল এলইডি-তে গণহত্যার ভয়াবহতার চিত্র প্রচার। ২৫ মার্চ রাতে নিহতদের (গণহত্যা) স্মরণে বরিশাল মহানগরী এলাকার মসজিদসমূহে বাদ যোহর অথবা সুাবধাজনক সময়ে বিশেষ দোয়া মোনাজাত, সকল মন্দির, গীর্জা ও প্যাগোডা সমূহে বিশেষ প্রার্থনা, বিগত বছরগুলোর মতো এই গণহত্যা দিবসের রাতে এক মিনিট সারা দেশের ন্যায় বরিশাল নগরী অন্ধকারে (বø্যাক আউট) থাকবে। জাতীয়ভাবে গণহত্যা দিবসে ২৫ মার্চ (শনিবার) রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত প্রতীকী এই কর্মসূচি পালিত হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এর আওতামুক্ত থাকবে। এছঅড়া রাত ১১টা ১০ মিনিটে ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনীর হাতে নিহতদের স্মরণে বরিশালের ওয়াপদা কলোনীর স্মৃতি ৭১, নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জলন করা হবে।

সর্বশেষ