১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানে-গলাচিপা উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায়, উপজেলায় ৩৪টি প্রতিষ্ঠানিক পুকুরে জলাশয়ে ১ লাখ ২০ হাজার টাকার রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। রবিবার বিকালে উপজেলায় দক্ষ নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মারর্জিয়া নিতু, থানা অফিসার্স ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজু আক্তার, আওয়ামী লীগ সহ-সভাপতি আজিজুর রহমান বাবুল ভুইয়া, প্যানেল মেয়র বাবু সুশীল চন্দ্র বিশ্বাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, যুব উন্নয়ন অফিসার আব্দুর রশিদ খান, পানপট্টি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ মিয়া, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বাবু বিশ্বজিৎ রায়, তথ্য আপা ইসমত আরা প্রমুখ। মৎসব পোনা বিতরণে সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্ন নবী সার্বিকভাবে দায়িত্ব পালন করেন। এছারা বিভিন্ন এলাকার মৎস্য চাষী ও প্রতিষ্ঠানিক প্রধানগণ, মৎস্য পোনা মাছ সংগ্রহ করে ।

উপজেলা প্রশাসনের গলাচিপা দিঘী পুকুরে ২০ কেজি মাছ, আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করে। মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে, বর্তমান সরকার মৎস্য মন্ত্রণালয়, প্রতি বছর রাজস্ব বাজেটে, দেশের সকল উপজেলায় এই সহায়তা দিয়ে যাচ্ছে। যার ফলে আর্থিক ভাবে প্রতিষ্ঠানগুলো উপকৃত হচ্ছে। উল্লেখ্য যে ৩৪টি প্রতিষ্ঠানে ২০২২/২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটে ৩ শত ৭০ কেজি মাছের পোনা প্রনোদনা হিসেবে, এই কর্মসূচির আলোকে মাছের পোনা প্রদান করা হয়।

সর্বশেষ