২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় ওয়ারেন্টভুক্ত ১২ আসামি আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন স্থানে গত রোববার রাতে অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত ও ১১ জন গ্রেফতারি পরওয়ানার আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে আসামিদেরকে গলাচিপা জুডিশিয়ল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আসামিরা হলো- গলাচিপা পৌর এলাকার মুসলিমপাড়ার বারেক মাতুব্বরের ছেলে শাহ আলম নারী ও শিশুর নির্যাতন মামলার আসামি। গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের আ: মান্নান প্যাদার স্ত্রী শাহনাজ বেগম, আকবর প্যাদার ছেলে আ: মান্নান প্যাদা নারী ও শিশুর নির্যাতন মামলার আসামি। পানপট্টি ইউনিয়নের রতেœস্বর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে জুবায়ের হাওলাদার স্ত্রী রওশনারা। আমখোলা গ্রামের মৃত ছয়জদ্দিন মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা এবং তার স্ত্রী, বিবির হাওলা গ্রামের হাফেজ মৃধার ছেলে নিজাম মৃধা, কোকাইতব গ্রামের শাহজাহান কাজীর ছেলে শাহিন কাজী (সাজাপ্রাপ্ত আসামি), মানিক চাদ গ্রামের আ: হক ফকিরের স্ত্রী মহিনুর বেগম, সুহরী গ্রামের আনোয়ার গাজীর ছেলে শামীম গাজী ও পটুয়াখালীর চর জৈনকাঠী গ্রামের হাল সাং সুহরীর মনির মৃধার ছেলে বাকী বিল্লাহ ওরফে বাপ্পি।

এ ব্যাপারে গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম খান আসামিদের জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ