১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় করোনা উপসর্গ নিয়ে অ্যাম্বুলেন্সেই মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় করোনার উপসর্গ নিয়ে ফজলুর রহমান প্যাদা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তার।

মৃত আহম্মেদ আলী প্যাদার ছেলের ফজলুর রহমান উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা জব্বার মিয়া জানান, রোববার (৫ জুলাই) হাসপাতালে নমুনা দিয়ে আসার পর থেকে বাড়িতেই ছিলেন ফজলুর রহমান। আজ হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে অ্যাম্বুলেন্সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দুপুরে তার মৃত্যু হয়। বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম জানান, ফজলুর কয়েক দিন ধরে জ্বর ও গলাব্যথ্যায় ভুগছিলেন। ৫ জুলাই গলাচিপা হাসপাতালে তার করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত তার রিপোর্ট আসেনি। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন সম্পন্ন করা হবে।

সর্বশেষ