২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় কাঁচা মরিচ ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । আজ শনিবার সাপ্তাহিক হাটের দিনে ক্রেতারা বাজারে গিয়ে এমন চিত্র দেখে হতবাক হয়েছেন। ব্যবসায়ীদের কথা জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় হঠাৎ করে সকল সবজির দাম বেড়ে গেছে। তবে কাঁচা মরিচ পেতে হলে অন্য সবজিও নিতে হবে বলে শর্ত জুড়ে দেন ব্যবসায়ীরা।
ক্রেতা মনিরুল ইসলাম জানান, শনিবার সকালে সবজির বাজারে সবজি কিনতে গিয়ে মরিচের দাম শুনে হতবাক হয়েছি। এছাড়া সবজি বিক্রেতা শর্ত জুড়ে দেন কাঁচা মরিচ পেতে হলে অন্য সবজিও নিতে হবে। তাদের সাফ কথা জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে ট্রাকের ভাড়া আগের প্রায় দ্বিগুন। স্বাভাবিক কারনে সব সবজি বেশী দামে বিক্রি করতে হচ্ছে ।
অপর এক ক্রেতা মো. সোহাগ ইসলাম জানান, গত চার-পাঁচ দিন আগে সবজি যে মূল্যে বিক্রি হতো এখন প্রতিটি সবজি অন্ততঃ ১০/২০ টাকা বেশী দামে বিক্রি হচ্ছে । এদিকে অনেক ক্রেতারা সবজি কিনতে গিয়ে চড়া মূল্যে বিক্রিয় করার বিষয়টিকে স্থানীয় আড়ৎদারদের সিন্ডিকেট বলে উল্লেখ করেন ।

সর্বশেষ