১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

গলাচিপায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

তারিখঃ ২৪ মে ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে উপজেলা প্রশাসন। নতুন এই ঘূর্ণিঝড়ের কথা শুনে আতঙ্কিত উপকূলবাসী। গভীর সাগরে অবস্থানরত সকল ট্রলার ও নৌকাসমূহকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নে ১ শত ৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুতের কাজ চলছে। স্বেচ্ছাসেবক বাহিনী ও সিপিপি কর্মকর্তা-কর্মচারীরাও প্রস্তুত। ‘ইয়াস’ বিধ্বংসী হতে পারে বিবেচনায় নিয়ে আগে থেকেই এই প্রস্তুতি। নতুন এই ঘূর্ণিঝড়ের কথা শুনে আতঙ্কিত হচ্ছে সিডর, আইলা, আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষ। ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা সতর্ক অবস্থায় রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি প্রস্তুতি ঠিক রাখতে দফায় দফায় বৈঠকে বসছেন। এদিকে গভীর নিম্ন চাপের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। গতকাল থেকে উপকূলীয় এলাকার আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। গভীর সাগরে অবস্থানরত সকল ট্রলার ও নৌকাসমূহকে নিরাপদে আশ্রয় নিতে বলেছে আবহাওয়া অফিস। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় আমরা সজাগ আছি। ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ১০৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ১২টি ইউনিয়নে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সকল ধরণের প্রস্তুত নেয়া হয়েছে। উপকূলীয় অঞ্চল হিসেবে গলাচিপা উপজেলাও ঝুঁকির মধ্যে থাকে। তাই আমরা সাধারণ জনগণের সর্বাত্মক নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

সর্বশেষ