৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় চাঁদার দাবীতে ঠিকাদারকে মারধর করায় মামলা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

তারিখঃ ১১ জুন ২০২২

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি এবং ঠিকাদারকে মারধরসহ কাজ বন্ধ রাখতে চাপ প্রয়োগ করার ঘটনায় আদালতে মামলা হয়েছে। ঠিকাদার আবু তালেব সরদার হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের পূর্ব গোলখালী গ্রামের মৃত. কালা মিয়া সরদারের ছেলে। গত রবিবার (২০ মার্চ, ২০২২) সকাল ৯টায় ৪ নম্বর ওয়ার্ডের চালিয়াঘাটের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। পরে ঠিকাদার আবু তালেব সরদার বাদি হয়ে ২৩ জনকে আসামি করে গলাচিপা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাটি করেন। যার মামলা নং- এমপি ১৫৫/২০২২। তারিখ- ২৯/০৩/২০২২। মামলা সূত্রে ও বাদী আবু তালেব সরদার জানান, ‘আমি বেকু দিয়ে বালু, মাটি কাটার একজন ঠিকাদার। বিভিন্ন জায়গায় সরকারি রাস্তার কাজ করছি। আমার লাইসেন্স নম্বর ৭৯৪। প্রতিপক্ষরা একজোট বদ্ধ, বেজাহানী প্রকৃতির লোক। চুরি, ডাকাতি, রাহাজানি করে এলাকায় অশান্তি সৃষ্টি করছে তারা। বিভিন্ন মানুষের কাছে তারা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে মারধরসহ বিভিন্ন ক্ষতি সাধন করে। তারা আমার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে আমাকে কাজ করতে দিবে না বলে সাফ জানায়। আমি টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে আমাকে আসামীরা একজোট হইয়া মারধর করে এবং আমার বাড়ী ঘরে আগুণ দিবে, আমার বেকু চুরি করে নিয়ে যাবে, আমাকে কোন কাজ করতে দিবে না বলে হুমকি দেয়। তারা পারে না এমন কোন কাজ নাই। তাই আমি পরিবার নিয়ে আতঙ্কে আছি। বাধ্য হয়ে মামলা করায় আসামীরা আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছে। আমি তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।

সর্বশেষ