১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়েছে। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এই শ্লোগানকে সামনে রেখে গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ গতকাল ২৮ আগস্ট শনিবার থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়। রবিবার (২৯ আগস্ট) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ এর পুকুরে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও সরকারী খাস পুকুরগুলোতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মাজিয়া নিতু ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাত উল্লাহ, গলাচিপা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুল নবী, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টনসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ৪ শত ২৭ কেজি রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।

সর্বশেষ