১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় ডা. এ কে এম আব্দুল খালেকের দাফন সম্পন্ন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহসভাপতি বিশিষ্ট চিকিৎসক আলহাজ্জ্ব ডা. এ কে এম আব্দুল খালেক (এম বি বি এস) এর দাফনকার্য সম্পন্ন হয়েছে। তিনি বুধবার বেলা ১১ টায় গলাচিপা পৌর শহরের সবুজবাগ এলাকায় নিজ বাস ভবনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন বিকাল ৩টায় মরহুমের মরদেহ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। বাদ আসর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে প্রথম জানাজা ও বাদ মাগরিব নিজ গ্রামের বাড়ি নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়। ডা. এ কে এম আব্দুল খালেক দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত
ছিলেন। তিনি পাকিস্তান শাসন আমল থেকেই আমৃত্যু অত্র অঞ্চলে সুনামের সাথে সর্ব সাধারণের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। জননন্দিত এই চিকিৎসকের মৃত্যুতে সর্বজনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি একজন দানশীল ও সমাজ সেবক
ছিলেন। ডা. এ কে এম আব্দুল খালেকের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা ও উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ, গলাচিপে প্রেসক্লাবের সভাপতি সুমিত কুমার দত্ত মলয়সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভির শোক প্রকাশ করেন।

সর্বশেষ